এম জুবায়ের মাহমুদ: সাতক্ষীরার শ্যামনগরে কোমল পানীয় ভেবে জীম আক্তার নামে ১০ বছরের এক শিশু কীটনাশক পান করেছে। এতে মারাত্মক অসুস্থ হয়ে পড়া জীমকে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
মঙ্গলবার (২৮ মার্চ) দুপুরে উপজেলা সদরের মাজাট গ্রামে এ ঘটনা ঘটে।
জীম একই এলাকার মোঃ আব্দুল আলিমের মেয়ে।
জীমের পিতা আব্দুল আলিম জানান, বসত ঘরের চালে পরিত্যক্ত বোতলে ক্ষেতে ব্যবহারের কীটনাশক ঝুলিয়ে রাখা ছিল। জীম তা নামিয়ে কোমল পানীয় ভেবে পান করে। এসময় কীটনাশকের গন্ধ ছড়িয়ে পড়লে পরিবারের সদস্যরা দ্রুত তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. শিরুজ্জামান জানান, পাকস্থলী ওয়াশ করার পর শিশুটিকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। অবস্থা উন্নতির দিকে হলেও পরবর্তী ২৪ ঘণ্টা না গেলে কোন মন্তব্য করা যাবে না।