বৃহস্পতিবার , ১৬ নভেম্বর ২০২৩ | ২রা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
  1. English
  2. অনুষ্ঠানসমূহ
  3. অর্থ বাণিজ্য
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. ক্যারিয়ার
  7. খুলনা
  8. খেলা
  9. চট্টগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. পরিবেশ
  14. ফটো গ্যালারি
  15. বরিশাল

দেবহাটায় সুরক্ষা এবং রেফারেল বিষয়ক ওরিয়েন্টেশন

প্রতিবেদক
the editors
নভেম্বর ১৬, ২০২৩ ৮:৫০ অপরাহ্ণ

দেবহাটা প্রতিনিধি: দেবহাটায় নারীর সুরক্ষা এবং রেফারেল বিষয়ে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৬ নভেম্বর) সকাল ১০টায় উপজেলা বিআরডিবি হলরুমে উত্তরণের ইয়ুথ ইম্পাওয়ার্ড প্রোজেক্টের আয়োজনে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের কারিগরি সহযোগিতায় এই ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা মহিলা বিষয়ক অফিসার নাসরিন জাহান। অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন দেবহাটা থানার এসআই সেলিম রেজা, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলম, সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান শাওন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওহাব, উপজেলা ইমাম সমিতির সভাপতি সভাপতি আব্দুস সত্তার, ইউপি সদস্য ফরিদা পারভীন প্রমুখ।

অন্যান্যদের মধ্যে ইউপি সদস্য রফিকুল ইসলাম মন্টু, ইউপি সদস্য ফতেমা খাতুন, ইয়ুথ ইম্পাওয়ার্ড প্রোজেক্টের প্রোগ্রাম অফিসার আবু এমরান হোসেন, টেকনিক্যাল অফিসার নাজমিন নাহার, এমিনি অফিসার আইরিন স্টিফেন, সিএফ রাকিব হোসেন শামিম, এসসিএফ নাজমুস সাকিব প্রমুখ উপস্থিত ছিলেন।

এসময় নারী নির্যাতন, বাল্য বিবাহ প্রতিরোধে সম্মলিত প্রচেষ্টার কথা তুলে ধরা হয়। এছাড়া বাল্যবিবাহ বিভিন্ন অপরাধ সৃষ্টি করে বলে বক্তারা চিহ্নিত করেন। বাল্যবিবাহ প্রতিরোধে সরকারি সেবা ৯৯৯ বা ১০৯ এ কল করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করতে বলা হয়। এছাড়া গ্রাম পর্যায়ে মানুষকে সচেতন করে নারী সুরক্ষা প্রদান করার পরামর্শ দেওয়া হয়।

Print Friendly, PDF & Email

সর্বশেষ - জাতীয়

error: Content is protected !!