সোমবার , ২০ নভেম্বর ২০২৩ | ২রা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
  1. English
  2. অনুষ্ঠানসমূহ
  3. অর্থ বাণিজ্য
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. ক্যারিয়ার
  7. খুলনা
  8. খেলা
  9. চট্টগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. পরিবেশ
  14. ফটো গ্যালারি
  15. বরিশাল

দেবহাটায় ফের দুর্ধর্ষ চুরি

প্রতিবেদক
the editors
নভেম্বর ২০, ২০২৩ ৭:২৭ অপরাহ্ণ

দেবহাটা প্রতিনিধি: সাতক্ষীরার দেবহাটায় আবারও অবসরপ্রাপ্ত এক শিক্ষকের বাড়িতে চেতনানাশক স্প্রে করে দুর্ধর্ষ চুরি সংঘটিত হয়েছে। ভুক্তভোগী শিক্ষক মধুসুদন দাশ (৭৫) উপজেলার উত্তর পারুলিয়া সন্যাসখোলা গ্রামের সত্যুল্লাহ দাশের ছেলে। তিনি পারুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক।

সোমবার (২০ নভেম্বর) গভীর রাতে দুর্বৃত্তরা চেতনানাশক স্প্রে করে অবসরপ্রাপ্ত শিক্ষক মধুসুদন দাশের পরিবারের সদস্যদের অজ্ঞান করে দুর্ধর্ষ এ চুরির ঘটনা ঘটিয়েছে বলে প্রাথমিক ধারণা পুলিশের। সকালে প্রতিবেশিরা শিক্ষক মধুসুদন দাশ ও তার স্ত্রীকে অচেতন ও মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। পরে দেবহাটা থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

দেবহাটা থানার ওসি বাবুল আক্তার বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শনসহ ভুক্তভোগী পরিবার ও প্রতিবেশিদের জিজ্ঞাসাবাদ করেছে। ভুক্তভোগীরা চিকিৎসাধীন থাকায় ক্ষয়ক্ষতির পরিমান এখনও নিশ্চিত হওয়া যায়নি। তারা সুস্থ হলে মামলা নথিভুক্ত করা হবে। পাশাপাশি এঘটনার রহস্যভেদসহ জড়িতদের গ্রেপ্তারে পুলিশ কাজ করছে বলেও জানান তিনি।

Print Friendly, PDF & Email

সর্বশেষ - জাতীয়

error: Content is protected !!