বুধবার , ২২ নভেম্বর ২০২৩ | ২রা কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
  1. English
  2. অনুষ্ঠানসমূহ
  3. অর্থ বাণিজ্য
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. ক্যারিয়ার
  7. খুলনা
  8. খেলা
  9. চট্টগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. পরিবেশ
  14. ফটো গ্যালারি
  15. বরিশাল

গাজায় যুদ্ধবিরতির প্রস্তাব ইসরায়েলের মন্ত্রিসভায় অনুমোদন

প্রতিবেদক
the editors
নভেম্বর ২২, ২০২৩ ৯:৫৪ পূর্বাহ্ণ

আন্তর্জাতিক ডেস্ক | ইসরায়েলের মন্ত্রিসভা সাময়িক যুদ্ধবিরতির প্রস্তাবে অনুমোদন দিয়েছে। যুদ্ধবিরতির চুক্তি অনুযায়ী হামাস ৫০ জনের মতো জিম্মিকে মুক্তি দেবে।

৭ অক্টোবর ইসরায়েলে নজিরবিহীন হামলা চালিয়ে বসে হামাস। জবাবে ইসরায়েল হামাস শাসিত গাজায় হামলা শুরু করে। সেদিন হামাস দুই শতাধিক লোককে জিম্মি করে।

কাতারের মধ্যস্থতায় আলোচনার পর বুধবার যুদ্ধবিরতির প্রস্তাব অনুমোদনের খবর সামনে এলো। ইসরায়েলি গণমাধ্যম বলছে, দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকারের মন্ত্রীদের মধ্যে এ নিয়ে উত্তপ্ত বাক্যবিনিময় হয়।

প্রধানমন্ত্রীর অফিস বলছে, যুদ্ধবিরতির এ চুক্তির অধীনে হামাস অন্তত ৫০ নারী-শিশুকে মুক্ত করবে। এ সময়ে চার থেকে পাঁচ দিন যুদ্ধ বন্ধ থাকবে।

বিনিময়ে ইসরায়েল ইসরায়েলের কারাগার থেকে প্রায় ১৪০ ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দেবে বলে আশা করা হচ্ছে।

চূড়ান্ত চুক্তিটি প্রকাশ করা হয়নি। তবে গাজায় মানবিক সহায়তা পাঠানোর অনুমতি দেওয়ার কথাও এর মধ্যে ভাবা হচ্ছে।

হামাসের হামলার পর থেকে গাজা টানা বোমাবর্ষণের মধ্যেই রয়েছে। ইসরায়েলের বোমা হামলায় গাজায় ১৪ হাজার ১০০ -এরও বেশি মানুষের প্রাণ গেছে।

অন্যদিকে গাজায় হামাসের হাতে ২৩৭ জন বন্দি রয়েছে। এর মধ্যে ইসরায়েলিদের পাশাপাশি অন্যান্য দেশের নাগরিকরাও রয়েছেন।

Print Friendly, PDF & Email

সর্বশেষ - জাতীয়

error: Content is protected !!