কয়রা (খুলনা) প্রতিনিধি: খুলনার কয়রায় বাগদা চিংড়িতে অপদ্রব্য পুশ করার অপরাধে ভ্রাম্যমাণ আদালত এক ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা করেছেন। এসময় প্রায় ৫০ কেজি বাগদা চিংড়ি বিনষ্ট করা হয়।
সোমবার (২৭ নভেম্বর) দুপুরে সহকারী কমিশনার (ভূমি) মোঃ তারিক উজ জামান এই অভিযান পরিচালনা করেন।
সূত্র মতে, চিংড়িতে অপদ্রব্য পুশ করা হচ্ছে- এমন সংবাদের ভিত্তিতে উপজেলার ফুলতলা বাজারের নুর ইসলাম সরদারের মৎস্য আড়তে অভিযান পরিচালনা করে ভ্রাম্যমাণ আদালত। এসময় অভিযোগের সত্যতা পাওয়ায় ওই ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
সহকারী কমিশনার (ভূমি) মোঃ তারিক উজ জামান বলেন, বাগদা চিংড়িতে অপদ্রব্য পুশ করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে এক ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পুশ করা বাগদা চিংড়ি আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়েছ।