শনিবার , ২ ডিসেম্বর ২০২৩ | ৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. English
  2. অনুষ্ঠানসমূহ
  3. অর্থ বাণিজ্য
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. ক্যারিয়ার
  7. খুলনা
  8. খেলা
  9. চট্টগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. পরিবেশ
  14. ফটো গ্যালারি
  15. বরিশাল

সাতক্ষীরায় হাইড্রোলিক হর্ণ বাজানোর দায়ে ১৫জন চালককে জরিমানা

প্রতিবেদক
the editors
ডিসেম্বর ২, ২০২৩ ৬:৪৬ অপরাহ্ণ

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরার বিনেরপোতায় হাইড্রোলিক হর্ণ বাজানোর দায়ে ১৫জন যানবাহন চালক ও ব্যবহার নিষিদ্ধ পলিথিন ব্যাগ বিক্রির দায়ে ৬ মুদি দোকানদারকে জরিমানা করা হয়েছে।

শনিবার (২ ডিসেম্বর) দুপুরে পরিবেশ অধিদপ্তর অভিযান চালিয়ে তাদের জরিমানা করে।

পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক সরদার শরিফুল ইসলাম জানান, সাতক্ষীরা শহরের বিনেরপোতা এলাকায় অভিযান চালানো হয়। এসময় ৭টি বাস ও ৮টি ট্রাকে হাইড্রোলিক হর্ণ ব্যবহার করার দায়ে পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মমতাজ বেগম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে চালকদের এক হাজার টাকা করে জরিমানা করেন। এছাড়া কদমতলা বাজারের ৬টি মুদি দোকানে অভিযান চালানো হয়। এসব দোকানে অবৈধভাবে পলিথিন ব্যাগ রাখা ও বিক্রির দায়ে ৬জন দোকানদারকে ৬ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি ১১০ কেজি পলিথিন ব্যাগ জব্দ করা হয়।

Print Friendly, PDF & Email

সর্বশেষ - জাতীয়

error: Content is protected !!