ডেস্ক রিপোর্ট: আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ২০২৩ উপলক্ষে সাতক্ষীরায় মানববন্ধন ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকাল ১০টায় ‘নারী ও কন্যা শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে বিনিয়োগ করি’ প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে এডাব’র আয়োজনে এই মানববন্ধন ও পথসভা অনুষ্ঠিত হয়।
এডাব সাতক্ষীরার সভাপতি ও স্বদেশ’র নির্বাহী পরিচালক মাধব চন্দ্র দত্ত এর সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধন ও পথসভায় বক্তব্য রাখেন সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোঃ ফরহাদ জামিল, সম্প্রীতি এইড ফাউন্ডেশনের পরিচালক সভারঞ্জন শিকদার, ঋশিল্পী স্কুলের শিক্ষক জোছনা আরা, শিক্ষিকা দীপা ঘোষ, আশ্রয় পরিচালক সরদার গিয়াস উদ্দীন, ভূমিহীন জনপদের নেতা আঃ সামাদ, স্বদেশ সংস্থার স্বাস্থ্য বিষয়ক কর্মকর্তা মাফিকুল ইসলাম, দেবজ্যেতি ঘোষ, জয় সরদার প্রমুখ।
কর্মসূচিতে মানবাধিকার সংগঠন স্বদেশ, সম্প্রীতি এইড ফাউন্ডেশন, ক্রিসেন্ট, সৃজনী মহিলা লোককেন্দ্র, বাংলাদেশ মহিলা পরিষদ, ব্রেকিং দ্য সাইলেন্স, আশ্রয় এবং এডাব ভুক্ত বিভিন্ন সংগঠন অংশগ্রহণ করে।
বক্তারা দেশে নারীদের উন্নয়নে বিনিয়োগের আহবান জানিয়ে বলেন, নারীর অর্থনৈতিক মুক্তি ছাড়া সামাজিক মুক্তি আসে না। তাই নারীদের দক্ষ জনশক্তি হিসাবে গড়ে তুলতে সরকারের পাশাপাশি বেসরকারি ও ব্যক্তি উদ্যোগ প্রয়োজন। নারীর কর্মক্ষেত্রে নিরাপদ ও বাধাহীন চলাচলের পরিবেশ সৃষ্টিতে সকলের সহযোগিতা প্রয়োজন, প্রয়োজন কারিগরি শিক্ষার প্রসার ঘটানো ও নারীকে স্মার্ট যুগের সকল প্রয়োগিক দক্ষতার সাথে পরিচয় ঘটানো।