রবিবার , ১০ ডিসেম্বর ২০২৩ | ৪ঠা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
  1. English
  2. অনুষ্ঠানসমূহ
  3. অর্থ বাণিজ্য
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. ক্যারিয়ার
  7. খুলনা
  8. খেলা
  9. চট্টগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. পরিবেশ
  14. ফটো গ্যালারি
  15. বরিশাল

নিউজিল্যান্ডের উদ্দেশে দেশ ছাড়লেন লিটন-সৌম্যরা

প্রতিবেদক
the editors
ডিসেম্বর ১০, ২০২৩ ৯:৫৩ পূর্বাহ্ণ

স্পোর্টস ডেস্ক: ঘরের মাঠে টেস্ট সিরিজ জয়ের হাতছানি থাকলেও, সমতা নিয়ে শেষ করেছে বাংলাদেশ। এর আগে নিজেদের মাটিতে সর্বশেষ ওয়ানডে সিরিজও জেতা হয়নি শান্ত-মুশফিকদের। এবার তাদের সামনে কিউইদের মাঠে রঙিন পোশাকে দুই ফরম্যাটের সিরিজ। যার জন্য প্রথম দফায় টাইগারদের ক্রিকেটারদের একটি বহর দেশ ছেড়েছেন। ওই দলে রয়েছেন সদ্য সমাপ্ত সিরিজে না থাকা লিটন দাস, সৌম্য সরকার ও আফিফ হোসেনরা। আগামীকাল (সোমবার) বাকি ক্রিকেটারদেরও কিউই বিমান ধরার কথা রয়েছে।

আগামী ১৭ ডিসেম্বর প্রথম ওয়ানডে দিয়ে শুরু হবে দুই দলের মাঠের লড়াই। তার আগে রয়েছে প্রস্তুতি ম্যাচ। সাকিব আল হাসানের অনুপস্থিতিতে দুই ফরম্যাটেই টাইগারদের নেতৃত্বভার দেওয়া হয়েছে নাজমুল হোসেন শান্ত’র কাঁধে। গতকাল (শনিবার) রাত ১১টা ৫৫ মিনিটের ফ্লাইটে বাংলাদেশের প্রথম বহরের সঙ্গে নিউজিল্যান্ডে গিয়েছেন সহকারী কোচ নিক পোথাসও।

এর আগে বিমানবন্দরে সৌম্য-আফিফরা নামতেই তাদের ঘিরে ধরেন ক্রিকেটভক্তরা। তাদের কেউ কেউ পূরণ করেছেন সেলফির আবদারও। এদিন একে একে বিমানবন্দরে হাজির হতে দেখা যায় মুস্তাফিজুর রহমান, তানজিদ হাসান তামিম, তানজিম হাসান সাকিব ও রিশাদ হোসেনদের। এছাড়া দেশ ছেড়েছেন তাওহীদ হৃদয়, এনামুল হক বিজয়, রাকিবুল হাসান ও মুশফিক হাসানরা। টেস্ট সিরিজ খেলা ক্রিকেটারদের কিছুটা বিশ্রাম দিয়ে পরের বহরে পাঠানো হবে। সোমবার (১১ ডিসেম্বর) দেশ ছাড়বেন মুশফিকুর রহিম, নাজমুল হোসেন শান্ত ও মেহেদী হাসান মিরাজরা।

দেশটিতে পা রেখে দুদিন অনুশীলন করবে সফরকারী বাংলাদেশ। এরপর সিরিজ শুরুর আগে ১৪ ডিসেম্বর একটি প্রস্তুতি ম্যাচও খেলার কথা রয়েছে আফিফ-লিটনদের। এরপর আগামী ১৭ ডিসেম্বর হবে দু’দলের প্রথম ওয়ানডে। বাকি দুই ওয়ানডে হবে ২০ ও ২৩ ডিসেম্বর। দ্বিতীয় ওয়ানডে নেলসনে এবং শেষ ম্যাচ হবে নেপিয়ারে। এরপর অনুষ্ঠিত হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। সেগুলো হবে যথাক্রমে ২৭, ২৯ এবং ৩১ ডিসেম্বর।

বাংলাদেশের ওয়ানডে স্কোয়াড : নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, এনামুল হক বিজয়, তাওহীদ হৃদয়, মুশফিকুর রহিম, লিটন দাস, আফিফ হোসেন ধ্রুব, সৌম্য সরকার, মেহেদী হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, হাসান মাহমুদ, রিশাদ হোসেন, রাকিবুল হাসান।

টি-টোয়েন্টি স্কোয়াড : নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), লিটন দাস, রনি তালুকদার, তাওহীদ হৃদয়, শামীম হোসেন, আফিফ হোসেন ধ্রুব, সৌম্য সরকার, মেহেদী হাসান মিরাজ, শেখ মেহেদী হাসান, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, হাসান মাহমুদ, রিশাদ হোসেন, তানভীর ইসলাম এবং তানজিম হাসান সাকিব।

Print Friendly, PDF & Email

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

১ অক্টোবর থেকে শাহজালাল বিমানবন্দর এলাকা নীরব ঘোষণা করা হবে

হাসপাতালে ভর্তি খালেদা জিয়া

শ্যামনগরের ওসির সাথে ইসলামী ছাত্র আন্দোলন নেতৃবন্দের সৌজন্য সাক্ষাৎ

শ্যামনগরে রিমালে ক্ষতিগ্রস্তদের মাঝে রেড ক্রিসেন্টের খাদ্য সামগ্রী বিতরণ

সুলতানপুর বসুন্ধরাপাড়ায় রাস্তা নির্মাণ কাজ উদ্বোধন

সাতক্ষীরা জেলা যুবলীগের সদস্য সংগ্রহ কার্যক্রম উদ্বোধন

চঞ্চল-সৃজিতের ‘পদাতিক’ এবার কেরালা উৎসবে

ভারতে কারাভোগ শেষে দেশে ফিরল ৫০ কিশোর-কিশোরী

ভূমধ্যসাগরে নৌকায় আগুন: নিহত ৯ জনের মধ্যে বেশিরভাগই বাংলাদেশি

ন‌ওয়াবেঁকী বাজারে মরা গাছ অপসারণের আগেই জায়গা দখলের চেষ্টা, রুখে দিল প্রশাসন

error: Content is protected !!