বুধবার , ১৩ ডিসেম্বর ২০২৩ | ২৪শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ
  1. English
  2. অনুষ্ঠানসমূহ
  3. অর্থ বাণিজ্য
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. ক্যারিয়ার
  7. খুলনা
  8. খেলা
  9. চট্টগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. পরিবেশ
  14. ফটো গ্যালারি
  15. বরিশাল

পাইকগাছায় আদালতের এজলাসে অগ্নিসংযোগ

প্রতিবেদক
the editors
ডিসেম্বর ১৩, ২০২৩ ৫:১৬ অপরাহ্ণ

ডেস্ক রিপোর্ট: খুলনার পাইকগাছা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের এজলাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

বুধবার (১৩ ডিসেম্বর) ভোরে দুর্বৃত্তদের দেওয়া আগুনে কাঠগড়া ও আইনজীবীদের বসার স্থান পুড়ে যায়।

ইতোমধ্যে খুলনা জেলা প্রশাসক খন্দকার ইয়াছির আরেফীন, পুলিশ সুপার মোঃ সাইদুর রহমান, জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আনোয়ারুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আল-আমিন, সহকারী পুলিশ সুপার সাইফুল ইসলামসহ বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করে আলামত সংগ্রহ করেছেন। বর্তমানে আদালত পাড়ায় অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন রয়েছে।

পাইকগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবায়দুর রহমান বলেন, ভোরে মুসল্লিরা মসজিদে যাওয়ার সময় সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আগুন দেখতে পান। এসময় আদালতে অবস্থানরতদের খবর দিলে সবাই মিলে আগুন নিয়ন্ত্রণে আনে। এজলাস কক্ষে আসামিদের কাঠগড়া ও আইনজীবীদের বসার সোফা আগুনে পুড়ে যায়।

খুলনার পুলিশ সুপার মোহাম্মদ সাঈদুর রহমান বলেন, এজলাসে বাইর থেকে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। নাশকতার উদ্দেশ্যে স্বাভাবিক কর্মকাণ্ড বিঘ্নিত করতে এটা করা হয়েছে।

Print Friendly, PDF & Email

সর্বশেষ - জাতীয়

error: Content is protected !!