মঙ্গলবার , ২ জানুয়ারি ২০২৪ | ২৪শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ
  1. English
  2. অনুষ্ঠানসমূহ
  3. অর্থ বাণিজ্য
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. ক্যারিয়ার
  7. খুলনা
  8. খেলা
  9. চট্টগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. পরিবেশ
  14. ফটো গ্যালারি
  15. বরিশাল

কুকুরের লেজ সোজা হয় না কেন?

প্রতিবেদক
admin
জানুয়ারি ২, ২০২৪ ১০:১৯ পূর্বাহ্ণ

ডেস্ক রিপোর্ট: কথায় বলে, ‘কুকুরের লেজ, কোনো দিনও সোজা হবে না৷’ কুকুরের লেজ হয় অর্ধগোলাকৃতির মতো৷ গোল৷ কিন্তু, সেটা কেন হয়? এর পেছনেও কি কোনো বৈজ্ঞানিক কারণ রয়েছে?

ভারতীয় সংবfদমাধ্যম নিউজ১৮তে প্রকাশিত এক প্রতিবেদনে উঠে আসে গবেষকদের কথা।

বিজ্ঞানীদের একাংশ মনে করেন, কুকুরের লেজ এই রকম বাঁকা হওয়ার পেছনে হাজার হাজার বছরের বিবর্তনের ইতিহাস রয়েছে৷

বিবর্তনবাদের গবেষকেরা জানাচ্ছেন, প্রাগৈতিহাসিক যুগে কুকুরের পূর্বপুরুষদের একাধিক প্রজাতিই তুষার মেরুপ্রদেশ অঞ্চলে বসবাস করত৷ সেই কারণে, ঠান্ডা কম লাগানোর জন্য প্রায়শই তারা লেজ গুটিয়ে রাখত, যাতে শরীরের সারফেস এরিয়া কম থাকে৷

অনেক সময় বিশ্রাম নেওয়ার সময় ওরা নাকের ওপর লেজ রেখে দিত, যাতে শরীর উষ্ণ থাকতে পারে। লেজ ঘুরিয়ে শোওয়ার এই অভ্যাস ধীরে ধীরে স্থায়ী রূপ নেয়।

এ ছাড়া কুকুরদের লেজ সব সময় মাটি থেকে ওপরে রাখার একটা প্রচেষ্টা থাকে৷ তাছাড়া, কুকুরের লেজ বাঘ, সিংহের মতো লেজধারী প্রাণীর মতো দৌড়নোর সময় হালের কাজও করে৷ অর্থাৎ, কুকুর যখন দৌড়ায়, তখন, তার শরীরের ভারসাম্য রক্ষা করে তার লেজ, হাওয়ার বেগ কাজে লাগাতে, নিজেদের লেজ প্রয়োজন মতো ব্যবহারও করে কুকুররা৷

কিন্তু, বেশির ভাগ কুকুরের লেজ বাঁকা হলেও পৃথিবীতে এমনও অনেক কুকুর রয়েছে, যাদের লেজ গোল নয়৷ এমনকি, লেজ নেই এমন কুকুরও রয়েছে৷ কিন্তু, যে সমস্ত কুকুরদের লেজ থাকে, তাদের গোল হয় কেন?

এখন প্রশ্ন কুকুরদের লেজ সোজা করা যায় কি না৷ উত্তর হলো, যে সমস্ত কুকুরের প্রজাতির লেজ বাঁকা, তাদের লেজ স্বাভাবিকভাবে সোজা করা যায় না৷ এখন অস্ত্রোপচার করে কৃত্রিমভাবে কেউ যদি তা করতে চায়, তাহলে অবশ্যই করা যায়৷ তবে এমন কাজ নিঃসন্দেহে অমানবিক ও বেআইনি৷

বহু প্রজাতির কুকুর আছে যাদের লেজ কিন্তু সোজা। এই জাতীয় কুকুরগুলির লেজ স্বাভাবিকভাবেই সোজা হয়। এটা কোনও অসুখের লক্ষণ নয়।

পৃথিবীতে অনেক প্রজাতির কুকুর আছে যাদের লেজ নেই। এর মধ্যে ফ্রেঞ্চ বুলডগ, বস্টন টেরিয়ার, ওয়েলশ কর্গির মতো প্রজাতি উল্লেখযোগ্য। এমন অনেক কুকুরও দেখা যায় যেগুলির লেজ দেখা যায় না, কারণ তাদের মালিকরা লেজ কেটে দেয়। পোষা কুকুরের লেজ কাটা পশ্চিম দেশগুলিতে একটি সাধারণ ব্যাপার।

আপনার পোষ্য কুকুরের লেজ স্বাভাবিকভাবে বাঁকা হলে, তাতে অবশ্যই কোনও সমস্যা নেই৷ কিন্তু, এটি অস্বাভাবিক ভাবে বাঁকা হলে বা হতে শুরু করলে চিকিৎসকের পরামর্শ নিতে পারেন৷

একটি কুকুরের লেজ তার মেরুদণ্ডের একটি সম্প্রসারণ। আঁকাবাঁকা হওয়ার মানে এই নয় যে কুকুরদের মেরুদণ্ডও আঁকাবাঁকা। মেরুদণ্ডী প্রাণী হওয়ায় তাদের লেজ তাদের মেরুদণ্ডের সাথে সরাসরি যুক্ত। বিবর্তন তত্ত্ব অনুযায়ী কুকুরের লেজের হাড় তার মেরুদণ্ডে পেরেকের মতো আটকে থাকে বলে মনে করা হয়। এই কারণে কুকুরকে হেমি-মেরুদণ্ডী প্রাণী বলা হয়।

Print Friendly, PDF & Email

সর্বশেষ - জাতীয়

error: Content is protected !!