কয়রা (খুলনা) প্রতিনিধি: সুন্দরবনের অভয়ারণ্য এলাকায় মাছ ধরার অভিযোগে আটক ৬ জেলেকে কারাগারে পাঠিয়েছে আদালত।
বুধবার (২ জানুয়ারি) তাদের খুলনার কয়রা উপজেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। এ আগে ৩১ ডিসেম্বর বিকালে নীলকোমল টহল ফাঁড়ির আওতাধীন বঙ্গবন্ধুর চর এলাকা হতে তাদেরকে আটক করা হয়। এ সময় তাদের নিকট থেকে ১টি ইঞ্জিন চালিত ট্রলার, অবৈধ বেন্দী জালসহ মাছ উদ্ধার করা হয়।
আটক জেলেরা হলেন, বাগেরহাট জেলার মোংলা উপজেলার রবিউল শেখ, বিপ্লব, উজ্জ্বল ব্যাপারী, লাল মিয়া শেখ, মাফতুন শেখ ও আরমান আলী।
নীলকোমল টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ জহিরুল ইসলাম বলেন, আটক জেলেদের বিরুদ্ধে বন আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়। আদালত তাদের কারাগারে পাঠিয়েছেন।