বৃহস্পতিবার , ১১ জানুয়ারি ২০২৪ | ২৪শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ
  1. English
  2. অনুষ্ঠানসমূহ
  3. অর্থ বাণিজ্য
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. ক্যারিয়ার
  7. খুলনা
  8. খেলা
  9. চট্টগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. পরিবেশ
  14. ফটো গ্যালারি
  15. বরিশাল

কোহলিকে চেনেন না রোনালদো, বললেন- ‘সে কে?’

প্রতিবেদক
Shimul Sheikh
জানুয়ারি ১১, ২০২৪ ৪:১৯ অপরাহ্ণ

স্পোর্টস ডেস্ক: ক্রীড়া জগতের এক জনপ্রিয় নাম বিরাট কোহলি। ক্রিকেটারদের মধ্যে যার নাম গুগলে সবচেয়ে বেশিবার সার্চ করা হয়েছে। এছাড়া বিশ্বজুড়ে কোহলির বিরাট সংখ্যক ভক্ত-সমর্থক রয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমেও প্রচুর অনুসারী রয়েছে এই ভারতীয় এই ক্রিকেটারের। সেই কোহলিকেই নাকি চেনেন না ব্রাজিলের ফুটবল কিংবদন্তি রোনালদো!

সম্প্রতি রোনালদোর একটি সংক্ষিপ্ত সাক্ষাৎকার নেন এক ইউটিউবার। সেখানে রোনালদো সম্পর্কে জিজ্ঞেস করা হয়। ইউটিউবারের প্রশ্নগুলো ছিল এমন-

‘আপনি কি বিরাট কোহলিকে চেনেন?’ জবাবে বিশ্বকাপজয়ী ব্রাজিল তারকা বলেন, ‘কে?’

এরপর ইউটিউবার নিজের উত্তর দিয়ে বলেন, ‘ভারতের বিরাট কোহলি।’ তখনও রোনালদো না-সূচক উত্তর দেন। এরপর ইউটিউবার বলেন, ‘আপনি বিরাট কোহলিকে চেনেন না!’

জবাবে রোনালদো বলেন, ‘সে কে?’ খেলোয়াড়? এরপর ইউটিউবার বলেন, ‘সে একজন ক্রিকেট খেলোয়াড়।’

এরপর রোনালদো বলেন, ‘সে এখানে বেশি জনপ্রিয় নয়।’ এবার বিরাট কোহলির ছবি দেখিয়ে ইউটিউবার বলেন, ‘সে সেরা খেলোয়াড়দের মতো। সে বাবর আজমের মতো। আপনি তাকে কখনো দেখেননি?’

এবার হ্যাঁ-সূচক উত্তর করেন রোনালদো।

সম্পতি, ভারতীয় ক্রিকেটে নতুন করে আলোচনার কেন্দুবিন্দুতে এসেছেন সুপারস্টার কোহলি। বিশ্বকাপে দুর্দান্ত পারফর্ম করলেও তাকে দেশটির টি-টোয়েন্টি দলে ফেরানো হবে কিনা, সেটি নিয়ে ব্যাপক আলোচনা চলছিল ভারতীয় ক্রিকেট অঙ্গনে। অবশেষে কোহলিকে নিয়েই আফগানিস্তানের বিপক্ষে পাঁচ ম্যাচের সিরিজের জন্য স্কোয়াড ঘোষণা করেছে দেশটির ক্রিকেট বোর্ড-বিসিসিআই।

আজ বৃহস্পতিবার মোহালিতে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে মাঠে নামবে ভারত। সিরিজ শুরুর একদিন আগে হঠাৎ প্রথম ম্যাচ থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন কোহলি। ভারতের হেড কোচ রাহুল দ্রাবিড় গতকাল বুধবার সংবাদ সম্মেলনে জানিয়েছেন, ব্যক্তিগত কারণে কোহলি প্রথম ম্যাচ থেকে সরে গেছেন। তবে দ্বিতীয় ও তৃতীয় টি-টোয়েন্টিতে খেলবেন এই ব্যাটার।

Print Friendly, PDF & Email

সর্বশেষ - জাতীয়

error: Content is protected !!