রবিবার , ১৪ জানুয়ারি ২০২৪ | ২রা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
  1. English
  2. অনুষ্ঠানসমূহ
  3. অর্থ বাণিজ্য
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. ক্যারিয়ার
  7. খুলনা
  8. খেলা
  9. চট্টগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. পরিবেশ
  14. ফটো গ্যালারি
  15. বরিশাল

শিবসা এখন যেন মরা খাল: দ্রুত খননের দাবি

প্রতিবেদক
the editors
জানুয়ারি ১৪, ২০২৪ ৫:৫৬ অপরাহ্ণ

আশরাফুল ইসলাম সবুজ, পাইকগাছা: খুলনার পাইকগাছা পৌরসভার কোল ঘেষে বয়ে চলা এক সময়ের খরস্রোতা শিবসা নদী পলি জমে সরুখালে পরিণত হয়েছে। নদীর তলদেশ ভরাট হওয়ায় সামান্য জলোচ্ছ্বাস বা জোয়ারের পানি বাড়লেই পৌর সদরসহ নদী পাড়ের নিম্নাঞ্চল প্লাবিত হয়। একই সাথে পানি নিষ্কাশনের ক্ষমতা হারানোয় নদীর তীরবর্তী এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়ে কাঁচা ঘরবাড়ি, ফসলাদি নষ্ট হচ্ছে। নদীটি খননের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরী হস্তক্ষেপ কামনা করেছেন পাইকগাছা উপজেলেবাসী।

পাইকগাছা পৌরসভা, গদাইপুর, লতা, সোলাদানা ও দেলুটি ইউনিয়নের মধ্য দিয়ে বয়ে গেছে খরস্রোতা শিবসা নদী। মাত্র কয়েক বছর পূর্বেও এ নদী দিয়ে লঞ্চ, স্টিমার চলতো। দক্ষিণাঞ্চলের মানুষের খুলনা শহরে যাতায়াতের অন্যতম মাধ্যম ছিলো নদী পথ। ব্যবসায়ীরা কম খরচে নৌকায় মালামাল আনতো জেলা শহর থেকে।

পৌর সদরের পাইকারী ব্যবসায়ী পিযুষ সাধু জানান, নদী পথ বন্ধ হওয়ায় ট্রাকে করে মাল আনতে খরচ বেশি হচ্ছে। তিনি আরো বলেন, পূর্ণিমা ও অমাবস্যার গোনে পানি বাড়লে নৌকায় মালামাল আনা যায়। কিন্তু পানি অতিরিক্ত না বাড়লে মালবাহী নৌকা কূলে আসে না। সময়মত মালামাল উঠানো নামানো যায় না।

সোলাদানা ইউনিয়নের ভিলেজ পাইকগাছা গ্রামের জাহাঙ্গীর আলম জানান, পৌরসভার ৩ দিকে ছিল ৩টি খেয়াঘাট। হাজার হাজার যাত্রী পারাপার হতো খেয়া নৌকায়। কিন্তু কালের বিবর্তনে নদীটি পলি জমে একেবারেই ভরাট হতে চলেছে। বর্তমানে লঞ্চ, স্টিমার দূরের কথা নৌকাও চালাতে পারছে না। খেয়াঘাট বন্ধ হয়ে যাওয়ায় প্রায় ৩ কিলোমিটার ঘুরে বাড়ি যেতে হয়। নদীর তলদেশের তুলনায় পৌর সদর ও নদীর পাশের বিলের জমি অনেক নিচু হয়ে গেছে। ফলে পৌর সদরসহ এলাকার পানি নিষ্কাশন ব্যবস্থা নষ্ট হয়ে গেছে। নদীতে সামান্য জলোচ্ছ্বাস বা জোয়ারের পানি বাড়লে বাজার তলিয়ে যায়। পৌর সদরসহ আশ-পাশের এলাকা অধিকাংশ সময় তলিয়ে থাকে। নদীতে পলি জমে দু’ধারে বিভিন্ন প্রজাতির গাছ জন্মে বনাঞ্চলে পরিণত হয়েছে। বিশেষ করে শিববাটী ব্রিজ হতে পৌর সদরের পাশ দিয়ে বয়ে যাওয়া শিবসা নদী হাড়িয়া পর্যন্ত প্রায় ১৪ কিলোমিটার পলি জমে চরাঞ্চলে পরিণত হয়েছে। এমনিভাবে চলতে থাকলে ১-২ বছরের মধ্যে পাইকগাছা পৌর সদরসহ আশপাশের এলাকা বছরের পর বছর তলিয়ে থাকার সম্ভাবনা রয়েছে।

গদাইপুর ইউনিয়নের অবসর প্রাপ্ত শিক্ষক মোজাম্মেল হক জানান, শিবসা নদী ভরাট হওয়ার কারণে গদাইপুর ইউনিয়নের পানি নামতে পারছে না। এ কারণে জলাবদ্ধতা সৃষ্টি হয়ে ধান হচ্ছে না।

দেলুটি ইউনিয়ন চেয়ারম্যান রিপন কুমার মন্ডল জানান, আমার ইউনিয়নটি দ্বীপ বেষ্টিত। একদিকে নদীর তলদেশ ভরাট হয়ে গেছে, অন্যদিকে পানি বাড়লে ঝুঁকিপূর্ণ ওয়াপদা ভেঙ্গে পোল্ডার অভ্যন্তরে পানি প্রবেশ করে।

পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর জানান, আগামী দিনে পৌরসভাসহ শিবসার পাশের ইউনিয়নগুলো বাঁচাতে হলে নদী খনন জরুরী হয়ে পড়েছে।

পাউবো খুলনার নির্বাহী প্রকৌশলী মোঃ আশরাফুল আলম জানান, ৩১নং পোল্ডার খনন করা হবে। শিববাটি ব্রিজ হতে সোলাদানা পর্যন্ত প্রায় ১৫ কিলোমিটার নদী ৩১নং পোল্ডারের মধ্যে রয়েছে। আমরা কাগজ পত্র তৈরী করে মন্ত্রণালয়ে পাঠিয়েছি। এখনো প্লানিং কমিশনে রয়েছে। সেখান থেকে একনেকে পাশ হওয়ার পর টাকা বরাদ্দ হবে। তখনই কাজ শুরু হবে।

Print Friendly, PDF & Email

সর্বশেষ - জাতীয়

error: Content is protected !!