উপকূলীয় প্রতিনিধি: শ্যামনগর উপজেলা সদরের সোয়ালিয়া-কল্যাণপুর খালে অবৈধভাবে মাটি খনন করার দায়ে এক ভাটা মালিককে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (২৩ জানুয়ারি) বেলা ১২টায় শ্যামনগরের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আসাদুজ্জামান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে উপজেলা সদরের বেলাল ব্রিকসের মালিক বেলালকে এই জরিমানা করেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আসাদুজ্জামান বলেন, সরকারি খাল থেকে অবৈধভাবে মাটি খনন করে ইটভাটায় নিয়ে যাওয়ায় ইটভাটা প্রস্তুত আইনে বেলাল ব্রিকসকে ১লক্ষ টাকা জরিমানা করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, কয়েকদিন যাবত শ্যামনগর উপজেলা সদরের সোয়ালিয়া-কল্যাণপুর সরকারি খাল থেকে অবৈধভাবে মাটি খনন করে ইটভাটায় নিয়ে যাচ্ছে বেলাল ব্রিকস। ডাম্পার দিয়ে মাটি বহন করায় এলাকার রাস্তাঘাট একেবারেই চলাচলের অনুপযোগী করে ফেলছে। এছাড়া ভেকু দিয়ে মাটি খনন করা করায় ঝুঁকিতে পড়েছে কার্পেটিং রাস্তা। বিষয়টি প্রশাসনের নজরে আসলে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালানো হয়।