শনিবার , ২৭ জানুয়ারি ২০২৪ | ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. English
  2. অনুষ্ঠানসমূহ
  3. অর্থ বাণিজ্য
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. ক্যারিয়ার
  7. খুলনা
  8. খেলা
  9. চট্টগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. পরিবেশ
  14. ফটো গ্যালারি
  15. বরিশাল

নি‌খোঁ‌জের ৯ ঘণ্টা পর মৎস্য ঘেরের পাড় থেকে শিশুর মরদেহ উদ্ধার

প্রতিবেদক
the editors
জানুয়ারি ২৭, ২০২৪ ৫:২১ অপরাহ্ণ

কয়রা (খুলনা) প্রতিনিধি: খুলনার কয়রায় নিখোঁজের নয় ঘণ্টা পর মৎস্য ঘেরের পাড় থেকে খালিদ হাসান (৬) নামে এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে।

শুক্রবার দিবাগত রাত ১২টার দিকে উপজেলার মহেশ্বরীপুর ইউনিয়নের তেঁতুলতলার চর গ্রামের খোকন গাজীর বাড়ির পেছনের মৎস্য ঘেরের পাড় থেকে তার মরদেহ উদ্ধার করে স্থানীয়রা।

নিহত খালিদ হাসান মহেশ্বরীপুর ইউনিয়নের হড্ডা গ্রামের আবুল কালাম দপ্তরীর ছেলে। সে কয়েকদিন আগে তার মায়ের সাথে তেঁতুলতলার চর গ্রামে নানার বাড়িতে বেড়াতে এসেছিল।

শনিবার তার নানা তেঁতুলতলার চর গ্রামের খোকন গাজী বলেন, শুক্রবার খালিদ হাসানকে সাথে নিয়ে মসজিদে জুমার নামাজ পড়েছি। দুপুর ৩টার দিক থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। আশেপাশে খোঁজাখুজি করার পরও না পেয়ে এলাকায় মাইকিং করা হয়েছিল। রাত ১২টার দিকে হঠাৎ বাড়ির পেছনের মৎস্য ঘেরের পাড়ে তার লাশ দেখে স্থানীয়রা আমাদের খবর দিলে আমরা নাতির লাশটি উদ্ধার করি। তার গলায় দাগ রয়েছে। এটি মূলত একটি পরিকল্পিত হত্যাকাণ্ড।

কয়রা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান বলেন, খবর পেয়ে আমরা শিশুটির লাশ উদ্ধার করে থানায় নিয়ে এসেছি। লাশ ময়না তদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হচ্ছে। এ ব্যাপারে তদন্তপূর্বক আইনানুগ পদক্ষেপ গ্রহণ করা হবে।

Print Friendly, PDF & Email

সর্বশেষ - জাতীয়

error: Content is protected !!