রবিবার , ২৮ জানুয়ারি ২০২৪ | ২রা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
  1. English
  2. অনুষ্ঠানসমূহ
  3. অর্থ বাণিজ্য
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. ক্যারিয়ার
  7. খুলনা
  8. খেলা
  9. চট্টগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. পরিবেশ
  14. ফটো গ্যালারি
  15. বরিশাল

গরিবের টাকা আত্মসাৎ করবেন, আবার মামলা করলে দোষ: কাদের

প্রতিবেদক
the editors
জানুয়ারি ২৮, ২০২৪ ৪:৩৩ অপরাহ্ণ

ডেস্ক রিপোর্ট: সরকার নয় ক্ষতিগ্রস্ত শ্রমিকরা নোবেল জয়ী ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে মামলা করেছেন দাবি করে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, ‘গরিব মানুষের টাকা আত্মসাৎ করবেন, আবার এখানে মামলা করলে দোষ।’

রোববার (২৮ জানুয়ারি) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এ কথা বলেন। এর আগে মন্ত্রীর সঙ্গে বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা সৌজন্য সাক্ষাৎ করেন।

চলমান মামলাটি শ্রমিকরা নয় সরকার করেছে বলে আজ দাবি করেছেন ড. ইউনূস। এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে ওবায়দুল কাদের বলেন, ‘যে শ্রমিকদের টাকা উনি (ড. ইউনূস) দেননি, যে শ্রমিকদের উনি বঞ্চিত করেছেন, যারা ক্ষতিগ্রস্ত- যারা বঞ্চিত তারাই তো মামলা করেছে। এটা সবাই জানে। সরকারকে কেন দায়ী করছে?’

তিনি বলেন, ‘গরিব মানুষের টাকা আত্মসাৎ করবেন, আবার এখানে মামলা করলে দোষ কীসের? মামলা তো করবে, যারা উপেক্ষিত হয়েছে- যারা ক্ষতিগ্রস্ত হয়েছে। তারাই মামলা করবে, তারাই মামলা করেছে।’
মামলা শ্রমিকরা করেনি, মামলা করেছে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর- এ বিষয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘মামলাটা শ্রমিকদেরই। সরকার কোনা মামলা করেনি।’

Print Friendly, PDF & Email

সর্বশেষ - জাতীয়

error: Content is protected !!