শনিবার , ৮ এপ্রিল ২০২৩ | ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. English
  2. অনুষ্ঠানসমূহ
  3. অর্থ বাণিজ্য
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. ক্যারিয়ার
  7. খুলনা
  8. খেলা
  9. চট্টগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. পরিবেশ
  14. ফটো গ্যালারি
  15. বরিশাল

সুন্দরবনে হরিণ শিকারের ফাঁদসহ ৩ চোরা শিকারী আটক

প্রতিবেদক
the editors
এপ্রিল ৮, ২০২৩ ৪:১২ অপরাহ্ণ

আলী আজীম, মোংলা (বাগেরহাট): সুন্দরবনের করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রের ৮নং খাল সংলগ্ন বন এলাকা থেকে অবৈধ নেট জাল, সুন্দরী কাঠ, হরিণ শিকারের ফাঁদ ও ট্রলারসহ তিন শিকারীকে আটক করেছে বনবিভাগ।

শনিবার (৮ এপ্রিল) তাদের তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন, মোংলা উপজেলার চিলা কেওয়াবুনিয়া গ্রামের মৃত মোবারক শেখের ছেলে মোঃ অসীম শেখ (৩৫), দক্ষিণ কাইনমারী এলাকার মোঃ খলিল শিকারীর ছেলে মোঃ জাকির হোসেন (৩৪) ও চিলা বাজার এলাকার মিঠু নাথের ছেলে সাগর নাথ (২৩)।

আটক ব্যক্তিদের বিরুদ্ধে বন আইনে মামলা দায়ের করে আদালতে সোপর্দের প্রক্রিয়া চলছে বলে জানা গেছে।

সুন্দরবন পূর্ব বিভাগের চাঁদপাই রেঞ্জ বন কর্মকর্তা (এসিএফ) শেখ মাহবুব হাসান বলেন, বন বিভাগের পাশ না নিয়ে সুন্দরবন পূর্ব বিভাগের চাঁদপাই রেঞ্জের করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রের ৮নং খাল সংলগ্ন বন এলাকায় অনুপ্রবেশ করে একদল চোরা শিকারী। এমন গোপন সংবাদের ভিত্তিতে আমরা সেখানে অভিযান চালাই। বনরক্ষীদের উপস্থিতি টের পেয়ে চোরা শিকারীরা পালানোর চেষ্টা করলে ধাওয়া দিয়ে তিনজনকে আটক করা হয়। পরে তাদের ব্যবহৃত ট্রলারে তল্লাশি চালিয়ে হরিণ শিকারের ফাঁদ, অবৈধ নেট জাল ও ৪ টুকরা সুন্দরী কাঠ জব্দ করা হয়।

Print Friendly, PDF & Email

সর্বশেষ - জাতীয়

error: Content is protected !!