ডেস্ক রিপোর্ট: বিপিএলে শোয়েব মালিকের খেলা নিয়ে নাটকীয়তা বাড়ছে। আবারও বিপিএল খেলতে আসছেন এই পাকিস্তানি অলরাউন্ডার।
খুলনা টাইগার্সের বিপক্ষে এক ওভারে তিন নো বলসহ ১৮ রান দিয়ে আলোচনায় আসেন তিনি। এরপর পারিবারিক কারণ দেখিয়ে দুবাই চলে যান। পরে তার আর না ফেরার কথা জানায় ফরচুন বরিশাল।
এরমধ্যে ফ্র্যাঞ্চাইজিটির কর্নধার মিজানুর রহমান জানান, মালিকের এমন কাণ্ডে স্পট ফিক্সিংয়ের গন্ধ পাচ্ছেন তিনি। একইসঙ্গে তিনি বিসিবির দুর্নীতি দমন ইউনিটকে তদন্তের আহবান জানান।
তবে ফিক্সিংয়ের অভিযোগ উড়িয়ে দিয়ে টুইটারে শোয়েব মালিক লেখেন, ‘ফরচুন বরিশালে আমার ভূমিকা নিয়ে সম্প্রতি যে গুজব ছড়ানো হয়েছে, সেগুলো আমি প্রত্যাখ্যান করছি। ’
তখনই ফরচুন বরিশালের প্রয়োজনে আবারও দলটিতে যোগ দেওয়ার ইচ্ছের কথা জানান মালিক। ওই অনুযায়ী তার ফেরার কথা সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি। ৩ ফেব্রুয়ারি সিলেট পর্বে নিজেদের শেষ ম্যাচ খেলবে বরিশাল, খুলনার বিপক্ষে ওই ম্যাচের আগেই বাংলাদেশে আসবেন মালিক।