রবিবার , ৯ এপ্রিল ২০২৩ | ২রা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
  1. English
  2. অনুষ্ঠানসমূহ
  3. অর্থ বাণিজ্য
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. ক্যারিয়ার
  7. খুলনা
  8. খেলা
  9. চট্টগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. পরিবেশ
  14. ফটো গ্যালারি
  15. বরিশাল

আল-আকসা মুসলিমদের একটি বিশেষায়িত স্থান: ওআইসি

প্রতিবেদক
admin
এপ্রিল ৯, ২০২৩ ৩:২২ অপরাহ্ণ

আন্তর্জাতিক ডেস্ক: জেরুজালেমের আল-আকসা মসজিদে রাতের অন্ধকারে ইসরায়েলি সেনাদের হামলার তীব্র নিন্দা জানিয়েছে ইসলামি সহযোগিতা সংস্থা বা ওআইসি। সংস্থাটি বলেছে, এই মসজিদ মুসলিমদের ইবাদতের একটি বিশেষায়িত স্থান।

ওআইসির মহাসচিব হুসেইন ইব্রাহিম তাহা শনিবার (৮ এপ্রিল) সংস্থাটির কার্যনির্বাহী কমিটির একটি জরুরি বৈঠকে এসব কথা বলেন।

আল-আকসা মসজিদে অব্যাহতভাবে ইসরাইলি সেনাদের বর্বরোচিত হামলার বিষয়ে করণীয় ঠিক করতে এ বৈঠকের আয়োজন করা হয়।

তাহা বলেন, জেরুজালেম আল-কুদস হচ্ছে অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডের অবিচ্ছেদ্য অঙ্গ। এটি ফিলিস্তিনের রাজধানী। এই শহরে অবস্থিত আল-আকসা মসজিদও। পুরোটা ফিলিস্তিনের অংশ ও মুসলমানদের ইবাদতের জন্য একটি বিশেষায়িত স্থান।

তিনি আল আকসায় রমজান মাসের ইবাদতরত মুসল্লিদের ওপর ইসরাইলি সেনাদের হামলার তীব্র নিন্দা জানান। বলেন, এই হামলা ছিল ধর্মীয় স্থানগুলোর পবিত্রতা ও ইবাদতের স্বাধীনতার পাশাপাশি জেনেভা কনভেনশন এবং জাতিসংঘের প্রাসঙ্গিক প্রস্তাবগুলোর সুস্পষ্ট স্পষ্ট লঙ্ঘন।

গত সপ্তাহে ইসরাইলি সেনারা পশ্চিম তীরের আল-আকসা মসজিদে নামাজরত ফিলিস্তিনি মুসল্লিদের ওপর চড়াও হয়। তারা মুসল্লিদের বেধড়ক মারপিট করে ও বহু ফিলিস্তিনিকে আটক করে নিয়ে যায়।

সূত্র- পার্স টুডে

Print Friendly, PDF & Email

সর্বশেষ - জাতীয়

error: Content is protected !!