ডেস্ক রিপোর্ট: জাতীয় পর্যায়ে চিত্রাংকন প্রতিযোগিতায় তৃতীয় স্থান অধিকার করেছে সাতক্ষীরার মেয়ে নূনসাকিন বিনতে জামান (হৃদিতা)।
গত বৃহস্পতিবার (৮ ফ্রেব্রুয়ারি) সকাল ১০টায় রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তার হাতে এই পুরস্কার তুলে দেন।
রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠিত পুরস্কার বিতরণ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী সিমিন হোসেন রিমি এমপি, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব নাজমা মোবারেক, বাংলাদেশ শিশু একাডেমির চেয়ারম্যান লাকি ইনামসহ সরকারের উচ্চপদস্থ কর্মকতার্রা।
নূনসাকিন বিনতে জামান (হৃদিতা) সাতক্ষীরা পি এন বিয়াম ল্যাবরেটরি স্কুলের ৪র্থ শ্রেণী থেকে জিপিএ-৫ পেয়ে ৫ম শ্রেণীতে উত্তীর্ণ হয়েছে। সে সাতক্ষীরা বর্ণমালা একাডেমির পরিচালক ও প্রশিক্ষক শামীমা পারভীন রত্নার তত্ত্বাবধানে তিন বছর যাবত প্রশিক্ষণার্থী হিসেবে অধ্যয়নরত রয়েছে। তার পিতা ক্রীড়ানুরাগী মোঃ রাশিদুজ্জামান এবং মাতা রাজারবাগান শান্তি নিকেতন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোসাঃ হাত্তয়ানুর বেগম।
জাতীয় শিশু পুরস্কার পাওয়ায় নূন সাকিন বিনতে জামান (হৃদিতা) কে অভিনন্দন জানিয়েছে সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য মো. আশরাফুজ্জামান আশু এবং জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির।