কয়রা (খুলনা) প্রতিনিধি: ‘বাঘ আমাদের অহংকার, রক্ষার দায়িত্ব সবার’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সুন্দরবনের বাঘ সংরক্ষণে গণসচেতনতা সৃষ্টির লক্ষ্যে চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) সকাল ১০টায় কাশিয়াবাদ স্টেশনে সিএমসির কার্যালয়ে সুন্দরবন পশ্চিম বন বিভাগের খুলনা রেঞ্জের উদ্যোগে বাঘ সংরক্ষণ প্রকল্পের আওতায় এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
খুলনা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) এজেডএম হাছানুর রহমানের সভাপতিত্বে এ উপলক্ষে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আবুল কালাম আজাদ, মহারাজপুর ইউপি চেয়ারম্যান আব্দুল্যাহ আল মাহমুদ, কাশিয়াবাদ স্টেশন কর্মকর্তা নির্মল কুমার মন্ডল, প্রতাপ স্বরনী মাধ্যমিক বিদ্যালয়ে (ভারপ্রাপ্ত) প্রধান শিক্ষক রনজিত কুমার সরকার, শিক্ষক মাওলানা রোকনুজ্জামান, আঃ রহিম, বন কর্মী মোঃ আব্দুর নুর, শিক্ষার্থী রাজু, সাবিনা আক্তার প্রমুখ।
আলোচনা শেষে চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
প্রতিযোগিতায় প্রতাপ স্বরনী মাধ্যমিক বিদ্যালয়ের ১শ জন ছাত্র-ছাত্রী অংশ গ্রহণ করে।