সোমবার , ১০ এপ্রিল ২০২৩ | ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. English
  2. অনুষ্ঠানসমূহ
  3. অর্থ বাণিজ্য
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. ক্যারিয়ার
  7. খুলনা
  8. খেলা
  9. চট্টগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. পরিবেশ
  14. ফটো গ্যালারি
  15. বরিশাল

সাতক্ষীরা সদর হাসপাতালে সেবার মানোন্নয়নে কমিউনিটি অ্যাকশন মিটিং

প্রতিবেদক
the editors
এপ্রিল ১০, ২০২৩ ৮:১৯ অপরাহ্ণ

সাতক্ষীরা সদর হাসপাতালের সেবার মানোন্নয়নে কমিউনিটি অ্যাকশন মিটিং’ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকাল সাড়ে ১০টায় সাতক্ষীরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১০৭নং কক্ষে ‘সনাক-টিআইবি’র সহায়তায় অ্যাক্টিভ সিটিজেন গ্রুপ-এসিজির ব্যবস্থাপনায় এই সভা অনুষ্ঠিত হয়।

সভায় সাতক্ষীরা সদর হাসপাতালে কমিউনিটি মনিটরিং এর মাধ্যমে প্রাপ্ত বিভিন্ন সমস্যা, যেমনঃ বিশেষজ্ঞ ডাক্তারের অভাব, নিরাপদ পানির অভাব, দালালের দৌরাত্ম্য, অকার্যকর ব্রেস্টফিডিং কর্নার, কর্মকর্তা-কর্মচারীদের দুর্ব্যবহার, অনৈতিক লেনদেন ইত্যাদি সমস্যা নিয়ে আলোচনা এবং সমাধানের জন্য হাসপাতাল কর্তৃপক্ষের সাথে অ্যাভোকেসি সভা আয়োজনের সিদ্ধান্ত হয়।

এসিজি’র সমন্বয়ক মো. মনিরুল ইসলাম মিম এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সনাক এর স্বাস্থ্য বিষয়ক উপকমিটির আহ্বায়ক ডা. সুশান্ত কুমার ঘোষ। স্বাগত বক্তব্য রাখেন এসিজি’র সহ-সমন্বয়ক মো. সাইফুল ইসলাম। অন্যান্যের মধ্যে আলোচনায় অংশগ্রহণ করেন সেবাগ্রহীতা সাজেদা সুলতানা, এসিজি সদস্য মোছা. আফরোজা, ইয়েস সদস্য হুমায়রা ফারজানা, মো. মাছুম বিল্লাহ প্রমুখ। সভা সঞ্চালনায় ছিলেন টিআইবি’র এরিয়া কো-অর্ডিনেটর-সিই মো. মনিরুল ইসলাম। প্রেস বিজ্ঞপ্তি

Print Friendly, PDF & Email

সর্বশেষ - জাতীয়

error: Content is protected !!