স্টাফ করেসপন্ডেন্ট: সাতক্ষীরার তালা উপজেলার কুলপোতা গ্রামে পূর্ব শত্রুতার জেরে রাখাল চন্দ্র মন্ডল (৩৫) নামে এক যুবককে কুপিয়ে মারাত্মক জখম করেছে প্রতিপক্ষ। আহত রাখাল চন্দ্র মন্ডলকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রোববার (৯ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে কুলপোতা পূজামণ্ডপ সংলগ্ন রাস্তায় এই ঘটনা ঘটে।
আহত রাখাল চন্দ্র মন্ডল কুলপোতা গ্রামের কনেক চন্দ্র মন্ডলের ছেলে।
আহতের ভাই দিলিপ মন্ডল বলেন, পূর্ব শত্রুতার জেরে রাখাল চন্দ্র মন্ডলকে কুলপোতা গ্রামের তারক চন্দ্র রায় (৫০), তার দুই ছেলে তুষার কান্তি রায় (২৮) ও অমিতাভ রায় (২৪) এবং তারক মণ্ডলের স্ত্রী আরতি রায় (৪৩) রাস্তায় ফেলে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। সেখান থেকে আমরা তাকে উদ্ধার করে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।
তিনি আরও বলেন, রাখাল চন্দ্র মন্ডল বাজার করে সাইকেল চালিয়ে বাড়ি আসছিলেন। পথিমধ্যে সে কুলপোতা পূজামণ্ডপের সামনে দাড়িয়ে কিছু মানুষের সাথে গল্প করছিলো। এমন সময় পূর্ব শত্রুতার জের ধরে পিছন থেকে ধারালো দা দিয়ে তার হাতে কোপ দেওয়া হয়। তারপর বুকে ও পশ্চাত দেশে কোপ দিয়ে তাকে মারাত্মকভাবে জখম করা হয়। তার শরীরে ১৫০টির অধিক শেলাই দেওয়া লেগেছে। এ বিষয়ে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করবো।