বুধবার , ২৮ ফেব্রুয়ারি ২০২৪ | ১৮ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
  1. English
  2. অনুষ্ঠানসমূহ
  3. অর্থ বাণিজ্য
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. ক্যারিয়ার
  7. খুলনা
  8. খেলা
  9. চট্টগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. পরিবেশ
  14. ফটো গ্যালারি
  15. বরিশাল

ফাইনালে উঠবে কে? সাকিবের রংপুর না তামিমের বরিশাল?

প্রতিবেদক
the editors
ফেব্রুয়ারি ২৮, ২০২৪ ১:০৩ অপরাহ্ণ

ডেস্ক রিপোর্ট: অনেকেরই ধারণা ছিল, ফাইনালেই হয়তো দেখা হবে সাকিব আল হাসান এবং তামিম ইকবালের। কিন্তু ঘটনাপ্রবাহে দুই দলের কেউ এখনও ফাইনালে উঠতে পারেনি। আজ (বুধবার) তাদের দু’জনের একজনের ফাইনাল নিশ্চিত হবে, আরেকজনের দল বিদায় নেবে।

বিপিএলের জমজমাট কোয়ালিফায়ার-২ এ আজ মুখোমুখি সাকিব আল হাসানের রংপুর রাইডার্স এবং তামিম ইকবালের ফরচুন বরিশাল। এই ম্যাচটিকে আক্ষরিক অর্থে সেমিফাইনাল বলাই ভালো। কারণ, জিতলে উঠবে ফাইনালে। হারলে বিদায়।

গ্রুপ পর্বে দু’বার মুখোমুখি হয়েছিলো এই দুই দল। টুর্নামেন্টের ৩য় ম্যাচেই বরিশালের কাছে হেরেছিলো সাকিব আল হাসানের দল রংপুর রাইডার্স। রংপুর ৯ উইকেট হারিয়ে করেছিলো ৯ উইকেট হারিয়ে ১৩৪ রান। জবাবে ৫ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় বরিশালের ব্যাটাররা।

দ্বিতীয়বার চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিলো দুই দল। সেদিন সাকিবের প্রথম বলেই ক্যাচ তুলে দিয়ে আউট হন তামিম ইকবাল। আবার ব্যাট করতে নেমে সাকিব যখন আউট হন তখন তামিমের উল্লাস ছিল দৃষ্টিকটু।

যে কারণে কোয়ালিফায়ারে দুই দল মুখোমুখি হওয়ার আগে দুই আইকন খেলোয়াড়ের এমন আচরণ বেশ ভালোই উত্তেজনা ছড়াচ্ছে। যে কারণে রংপুর-বরিশাল নয়, আলোচনা তৈরি করেছে সাকিব-তামিম দ্বৈরথ।

আজ সন্ধ্যা ৬টায় টস করতে নামবেন ফরচুন বরিশালের অধিনায়ক তামিম ইকবাল এবং রংপুর রাইডার্সের অধিনায়ক নুরুল হাসান সোহান। এর ৩০ মিনিট পর শুরু হবে জমজমাট লড়াই। কে জিতবেন, জানতে অপেক্ষা করতে হবে আরও প্রায় তিন ঘণ্টা।

Print Friendly, PDF & Email

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
error: Content is protected !!