বৃহস্পতিবার , ২৯ ফেব্রুয়ারি ২০২৪ | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. English
  2. অনুষ্ঠানসমূহ
  3. অর্থ বাণিজ্য
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. ক্যারিয়ার
  7. খুলনা
  8. খেলা
  9. চট্টগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. পরিবেশ
  14. ফটো গ্যালারি
  15. বরিশাল

সাতক্ষীরা জেলা আইনজীবী সহকারী সমিতির নির্বাচন: ১৩ পদে লড়বেন ২৭ জন

প্রতিবেদক
the editors
ফেব্রুয়ারি ২৯, ২০২৪ ১১:০০ অপরাহ্ণ

মেহেদী হাসান শিমুল: সাতক্ষীরা জেলা আইনজীবী সহকারী সমিতির দ্বি-বার্ষিক নির্বাচনে ১৩টি পদের বিপরীতে ২৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন।

বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশন প্রকাশিত চূড়ান্ত প্রার্থী তালিকা সূত্রে এ তথ্য জানা গেছে।

আগামী ৭ মার্চ সকাল ৮টা থেকে বিরতিহীনভাবে বিকাল ৪টা পর্যন্ত নির্বাচনের ভোট গ্রহণ করা হবে। এতে ভোট দেবেন ৪৮৪ জন ভোটার।

চূড়ান্ত প্রার্থী তালিকা অনুযায়ী সভাপতি পদে শেখ আব্দুল মান্নান বাবলু ও মোঃ কামরুজ্জামান, সহ-সভাপতি পদে মোঃ রমজান আলী, কাজী শাহাদাত হোসেন মাসুম, তারক চন্দ্র রায় ও আব্দুর রহমান (২), সাধারণ সম্পাদক পদে মোঃ সাইফুল ইসলাম বাবু, মো: আবু সাঈদ ও মো: আব্দুল জলিল , যুগ্ম সম্পাদক পদে আবু সাঈদ (৩) ও দেবাশীষ সরকার, সহ- সম্পাদক পদে মো: আনোয়ার হোসেন ও মো: ইসমাইল হোসেন, সাংগঠনিক সম্পাদক পদে মো:শামীম আক্তার মিরান মুকুল ও কামরুল ইসলাম, কোষাধ্যক্ষ পদে নরেশ মল্লিক ও মো: শফিকুল ইসলাম এবং সদস্য পদে আবু সাঈদ বিশ্বাস, মেহেদী হাসান, মনোজ কুমার বিশ্বাস, পলাশ রায়, গোলাম হোসেন মিলন, বিধান চন্দ্র, আব্দুস সামাদ, মোঃ আব্দুল হাকিম, মো: গোলাম রব্বানী আলম ও মো: শামসুর রহমান প্রতিদ্বন্দ্বিতা করছেন।

ইতোমধ্যে সাতক্ষীরা জেলা আইনজীবী সহকারী সমিতির নির্বাচনকে কেন্দ্র করে আদালত পাড়ায় সাজ সাজ রব পরিলক্ষিত হচ্ছে। ব্যানার, পোস্টার,ফেস্টুন ও প্লাকার্ডে ছেয়ে গেছে আদালত চত্বর। প্রার্থী ছুটছেন ভোটারদের বাড়ি বাড়ি।

অ্যাড আল.মো: আব্দুস সবুর নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন।

নির্বাচন কমিশনের অন্য সদস্যরা হলেন অ্যাড. স ম মমতাজুর রহমান মামুন, অ্যাড. আ ক ম শামছুদ্দোহা খোকন, অ্যাড. এস এম আমজির হোসাইন রোকন, অ্যাড. এস এম আবুল বাশার, অ্যাড. ফকরুল আলম বাবু, অ্যাড. মোস্তাফিজুর রহমান অনিক ও অ্যাড. এম এম আব্দুস সালাম।

Print Friendly, PDF & Email

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
error: Content is protected !!