ডেস্ক রিপোর্ট: লন্ডনে ব্যবসা ও সম্পদ থাকার কথা স্বীকার করে নিজেকে নির্দোষ দাবি করেছেন সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী।
তিনি দাবি করেছেন, বিদেশে সম্পদ করার ক্ষেত্রে তিনি বাংলাদেশ থেকে কোনো টাকা পাচার করেননি।
শনিবার জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।
সাইফুজ্জামান চৌধুরী বলেন, ১৯৬৭ সাল থেকে তার বাবার লন্ডনে ব্যবসা আছে। তিনি নিজে যুক্তরাষ্ট্রে পড়াশোনা করে ১৯৯১ সাল থেকে সেখানে ব্যবসা করেছেন। এরপর তিনি লন্ডনে ব্যবসা সম্প্রসারণ করেছেন।
নির্বাচনী হলফনামায় বিদেশে সম্পদ থাকার কথা গোপন করার বিষয়ে তিনি বলেন, হলফনামা পুরোপুরি বাংলাদেশের আয়কর রিটার্নের ওপর ভিত্তি করে দেওয়া হয়। এতে বিদেশে সম্পদের তথ্য দেওয়ার আলাদা কোনো ছক নেই। সে কারণে তিনি বাড়তি তথ্য দেননি।