বুধবার , ১২ এপ্রিল ২০২৩ | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. English
  2. অনুষ্ঠানসমূহ
  3. অর্থ বাণিজ্য
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. ক্যারিয়ার
  7. খুলনা
  8. খেলা
  9. চট্টগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. পরিবেশ
  14. ফটো গ্যালারি
  15. বরিশাল

ভারতে সেনা ঘাঁটিতে গোলাগুলি, নিহত ৪

প্রতিবেদক
the editors
এপ্রিল ১২, ২০২৩ ১১:৫৬ পূর্বাহ্ণ

আন্তর্জাতিক ডেস্ক | ভারতের পাঞ্জাব প্রদেশের সীমান্ত এলাকায় অবস্থিত সেনা ঘাঁটির ভেতর গোলাগুলির ঘটনা ঘটেছে। এ ঘটনায় চারজন নিহত হয়েছেন।

বুধবার (১২ এপ্রিল) সকালে এই গোলাগুলি হয়েছে বলে জানিয়েছে আল জাজিরা।

এদিকে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, বাথিন্দা সেনা ঘাঁটির ভেতর এ গোলাগুলির ঘটনা ঘটে।

বুধবার সকালে সেনাবাহিনী এক বিবৃতিতে বলেছে, এ ঘটনায় একটি অনুসন্ধান অভিযান চলমান রয়েছে। স্টেশন কুইক রিয়্যাকশন টিম মাঠে কাজ করছে। এলাকাটি ঘেরাও করে রাখা হয়েছে

এতে আরও বলা হয়েছে, ভোর ৪টা ৩৫ মিনিটে ঘটনাটি ঘটেছে। অনুসন্ধান চলছে। বিস্তারিত জানার করা হচ্ছে।

নাম প্রকাশে অনিচ্ছুক একটি সূত্র রয়টার্সকে জানিয়েছে, অজানা সংখ্যক বন্দুকধারী বাথিন্দা সেনা ঘাঁটিতে এখনও উপস্থিত আছে। তাদের কাছে গোলাবারুদ ছিল।

রাজধানী নয়াদিল্লি থেকে প্রায় ছয় ঘণ্টা উত্তরে অবস্থিত সেনা ঘাঁটিটিতে বেশিরভাগ সৈন্য পরিবার নিয়ে থাকেন। এটি একটি আবাসিক সেনা ঘাঁটি।

Print Friendly, PDF & Email

সর্বশেষ - জাতীয়

error: Content is protected !!