মঙ্গলবার , ১৯ মার্চ ২০২৪ | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. English
  2. অনুষ্ঠানসমূহ
  3. অর্থ বাণিজ্য
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. ক্যারিয়ার
  7. খুলনা
  8. খেলা
  9. চট্টগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. পরিবেশ
  14. ফটো গ্যালারি
  15. বরিশাল

শিক্ষকদের দাবি-দাওয়া সংসদে তুলে ধরার আশ্বাস দিলেন এমপি সেঁজুতি

প্রতিবেদক
Shimul Sheikh
মার্চ ১৯, ২০২৪ ৮:৪৫ অপরাহ্ণ

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরায় প্রধান শিক্ষকদের ৩ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালায় পরিদর্শনকালে শিক্ষকদের দাবি-দাওয়ার কথা সংসদে তুলে ধরার আশ্বাস দিয়ে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য লায়লা পারভীন সেঁজুতি বলেছেন, জননেত্রী শেখ হাসিনা শিক্ষকদের খুবই ভালোবাসেন। দাবির আগেই তিনি শিক্ষকদের পাঁচ শতাংশ ভাতা বৃদ্ধি করেছেন। বঙ্গবন্ধু কন্যা শিক্ষকদের জন্য যা করেছেন তা ভুলে গেলে চলবে না।

মঙ্গলবার (১৯ মার্চ) দুপুরে সাতক্ষীরা শহরতলীর তালতলা মাধ্যমিক বিদ্যালয়ে চলমান এই প্রশিক্ষণ কর্মশালা পরিদর্শন করেন তিনি।

এসময় তিনি আরও বলেন, আমি একজন শিক্ষক, শিক্ষকতা আমার প্রিয় পেশা। আমার বাবা জীবনের শেষ পর্যন্ত শিক্ষকতা করে গেছেন।

এসময় উপস্থিত ছিলেন, সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আমিনুল ইসলাম টুকু, আব্দুল করিম মাধ্যমিক বিদ্যালয় প্রধান শিক্ষক নাসরিন খানম লিপি, সুন্দরবন টেক্সটাইল মিলস্ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গাজী শাহাজান সিরাজ, উপজেলা শিক্ষক সমিতির সভাপতি মো. মুমিনুল ইসলাম, নবারুণ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল মালেক গাজী, আর কে মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হাবিবুর রহমান, তালতলা মাধ্যমিক বিদ্যালয়ের রিজাউল করিম, তুজুলপুর স্কুলের আবুল কাশেম, পার্থ সারথী সেনসহ কর্মশালায় জেলার ২০৩ জন প্রধান শিক্ষক অংশগ্রহণ করছে।

Print Friendly, PDF & Email

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
error: Content is protected !!