সোমবার , ২৫ মার্চ ২০২৪ | ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. English
  2. অনুষ্ঠানসমূহ
  3. অর্থ বাণিজ্য
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. ক্যারিয়ার
  7. খুলনা
  8. খেলা
  9. চট্টগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. পরিবেশ
  14. ফটো গ্যালারি
  15. বরিশাল

মুস্তাফিজ আবারও ফিরে এসেছে : মুডি

প্রতিবেদক
star kids
মার্চ ২৫, ২০২৪ ৬:৫১ অপরাহ্ণ

স্পোর্টস ডেস্ক: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) নিজের অভিষেক মৌসুমেই সবার নজর কেড়েছিলেন মুস্তাফিজুর রহমান। সানরাইজার্স হায়দরাবাদের জার্সিতে সেই আসরে ১৭ উইকেট শিকার করেছিলেন তিনি। বল হাতে এমন পারফরম্যান্সে হয়েছিলেন আইপিএলের সেরা উদীয়মান ক্রিকেটার। সেবার হায়দরাবাদের প্রধান কোচ ছিলেন টম মুডি। তাই খুব কাছ থেকে দেখেছেন এই পেসারের উড়ন্ত সময়।

এর পর সময়ের সঙ্গে সঙ্গে ধার হারিয়েছিলেন মুস্তাফিজ। গত কয়েক মৌসুমে খুব একটা সুবিধা করতে পারেননি। তবে চলমান মৌসুমে প্রথম ম্যাচে চেন্নাই সুপার কিংসের হয়ে ৪ উইকেট শিকার করেছেন। ফিজের এমন পারফরম্যান্সে ফেরার বার্তা দেখছেন টম মুডি।

চেন্নাইয়ের হয়ে খেলতে নেমেই ম্যাচসেরার পুরস্কার জিতেছেন মুস্তাফিজুর রহমান। দারুণ বোলিংয়ে ফিরিয়েছেন ফাফ ডু প্লেসি, রজত পাতিদার, বিরাট কোহলি ও ক্যামেরন গ্রিনকে। সেই ম্যাচের পর মুডির কাছে জানতে চাওয়া হয়েছিল, হায়দরাবাদের পর আবারও সেই মুস্তাফিজকে ফিরে আসতে দেখা যাচ্ছে কিনা।

এমন প্রশ্নের জবাবে মুডি বলেন, ‘আমিও এটা আশা করছি। সে যখন তার সেরা সময়ে ছিল তখনই তার কাঁধে অস্ত্রোপচার করাতে হয়। সেই সময় তার কাছে স্লোয়ার ডেলিভারি ছিল এবং সেটা একেবারে সেরা একটা ডেলিভারি। কেউই সেটা খেলতে পারছিল না। এমনকি তার স্লোয়ার খেলাটা প্রায় অসম্ভবের পর্যায়ে ছিল। আমরা যখন তাকে দলে নিয়েছিলাম তখন আমরা ভেবেছি সে দারুণ।’

‘সে একেবারেই ভিন্ন। তার গতিতে বৈচিত্র ছিল এবং বল সুইং করাতে পারত। এরপর আসলে তার ওপর দিয়ে অনেক কিছু গেছে । আপনার যখন এই ধরনের ভিন্নতা থাকবে তখন আপনাকে সেটা মূল্য দিতে হবে। দুই কিংবা তিন বছর পর যখন সে অস্ত্রোপচার করিয়েছে তখন সে ওই স্পিড এবং স্লোয়ার বল করতে অনেক ধুঁকেছে। তবে তাকে দেখে মনে হচ্ছে সে আবারও ফিরে আসছে।’-আরো যোগ করেন তিনি।

Print Friendly, PDF & Email

সর্বশেষ - জাতীয়

error: Content is protected !!