মঙ্গলবার , ২৬ মার্চ ২০২৪ | ২রা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
  1. English
  2. অনুষ্ঠানসমূহ
  3. অর্থ বাণিজ্য
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. ক্যারিয়ার
  7. খুলনা
  8. খেলা
  9. চট্টগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. পরিবেশ
  14. ফটো গ্যালারি
  15. বরিশাল

শুঁড়ে পেঁচিয়ে কৃষককে পিষে মারলো হাতি

প্রতিবেদক
Shimul Sheikh
মার্চ ২৬, ২০২৪ ৯:৪০ অপরাহ্ণ

ডেস্ক রিপোর্ট: কক্সবাজারের চকরিয়ায় ধানক্ষেতে কাজ করার সময় বন্যহাতির আক্রমণে এক কৃষকের মৃত্যু হয়েছে। এসময় অপর এক কৃষক আহত হয়েছেন।

মঙ্গলবার (২৬ মার্চ) দুপুর ২টার দিকে উপজেলার হারবাং ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড চিতারবিল এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত কৃষকের নাম বেলাল উদ্দিন (৫৫)। তিনি হারবাং ইউনিয়নের ভান্ডারীরডেবা এলাকার জহর মল্লিক ফকিরের ছেলে। আহত কামাল হোসেন (৪৫) একই এলাকার বাসিন্দা।

স্থানীয়রা জানান, দুপুরে পাহাড় সংলগ্ন নিজের ধানক্ষেতে আগাছা পরিষ্কার করছিলেন বেলাল উদ্দিন। এসময় হঠাৎ দলছুট একটি বন্যহাতি ছুটে এসে বেলাল উদ্দিনকে শুঁড় দিয়ে ধরে পায়ের নিচে পিষ্ট করে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

একইভাবে কামাল হোসেন নামের অপর কৃষককেও আহত করে হাতিটি। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

হারবাং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেহেরাজ উদ্দিন বন্যহাতির আক্রমণে নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

Print Friendly, PDF & Email

সর্বশেষ - জাতীয়

error: Content is protected !!