দেবহাটা প্রতিনিধি: সাতক্ষীরার দেবহাটায় মূল্য তালিকা না টাঙিয়ে ভোক্তাদের সাথে প্রতারণাসহ নানা অভিযোগে চার ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
রোববার (৩১ মার্চ) বিকেলে উপজেলার পারুলিয়া ও সখিপুর বাজারে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আসাদুজ্জামান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাদের এই জরিমানা করেন।
অভিযানকালে নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য তালিকা না টাঙিয়ে ভোক্তাদের সাথে প্রতারণা, উচ্চ মূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রি, ভারতীয় ঔষধ বেচাকেনাসহ বেশ কিছু অপরাধের দায়ে সখিপুর বাজারের মুদি দোকানি আনছার আলী, বেলাল হোসেন ও চিত্তরঞ্জন বিশ্বাসকে ৫ হাজার টাকা করে এবং জনতা ফার্মেসির মালিক দেবু বিশ্বাসকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।
এসময় সখিপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. সাইফুল ইসলাম ও পারুলিয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফরহাদ হোসেন হীরা উপস্থিত ছিলেন।