মাসুদ পারভেজ: সাতক্ষীরার কালিগঞ্জের কাঁকশিয়ালী নদীতে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে রামপ্রসাদ হালদার (৪০) নামে এক জেলের মৃত্যু হয়েছে।
নিখোঁজ হওয়ার দীর্ঘ সাড়ে চার ঘণ্টা পর শনিবার (১৫ এপ্রিল) বিকালে তার মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের একটি দল। এর আগে বেলা সাড়ে ১১টার দিকে কাঁকশিয়ালী নদীর খান বাহাদুর আহছান উল্লা (র.) সেতুর নিচে জাল ফেলতে গিতে প্রবল স্রোতে ভেসে যান রামপ্রসাদ হালদার।
নিহত রামপ্রসাদ হালদার উপজেলা সদরের বাজারগ্রামের সন্তোষ হালদারের ছেলে।
স্থানীয় ইউপি সদস্য আবু মুসা সরদার জানান, রামপ্রসাদ হালদার কাঁকশিয়ালী নদীতে মাছ ধরে জীবিকা নির্বাহ করতেন। শনিবার তিনি নদীতে জাল ফেলতে গিয়ে নিখোঁজ হন। পরবর্তীতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যদের খবর দিলে তাদের একটি ডুবুরি দল নদীতে তল্লাশী চালিয়ে বেলা সাড়ে ৩টার দিকে তার মৃতদেহ উদ্ধার করে।
কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মামুন রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, কোনো অভিযোগ না থাকায় তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।