কয়রা (খুলনা) প্রতিনিধি: সুন্দরবনে হরিণ শিকারের ফাঁদসহ ৩ চোরা শিকারীকে আটক করেছে বন বিভাগের সদস্যরা।
সোমবার (৮ এপ্রিল) সুন্দরবন পশ্চিম বনবিভাগের খুলনা রেঞ্জের কাশিয়াবাদ স্টেশনের বজবজা টহল ফাঁড়ির আওতাধীন রাজিয়ার ভারানীর খাল এলাকা থেকে তাদেরকে আটক করে বনরক্ষীরা।
এ সময় তাদের নিকট থেকে ৩০০ মিটার হরিণ ধরার ফাঁদ, ১টি কাঠের ডিঙি নৌকা ও অন্যান্য সরঞ্জাম জব্দ করা হয়।
আটকৃতরা হলেন, দক্ষিণ বেদকাশী ইউনিয়নের জোড়শিং গ্রামের মহাতাব গাজীর ছেলে রাসেল গাজী (২৫), রসূল গাজীর ছেলে রায়হান ইসলাম হাফিজুল (২৪) ও বিনাপানি গ্রামের কাদের ফকিরের ছেলে ওবায়দুল্লাহ ফকির (২২)।
সুন্দরবন কাশিয়াবাদ স্টেশন কর্মকর্তা নির্মল কুমার মন্ডল বলেন, আটক ৩ জনকে বন্য প্রাণী নিধন আইনে মামলা দায়ের করে কয়রা সিনিয়ার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।