বিলাল হোসেন: শ্যামনগরে তিন দিনব্যাপী সামাজিক জবাবদিহিতা চর্চা বিষয়ক প্রশিক্ষণ শুরু হয়েছে।
শনিবার (২০ এপ্রিল) শ্যামনগরের মুন্সীগঞ্জে দাতা সংস্থা মানুষের জন্য ফাউন্ডেশন ও অ্যাম্বাসি অব সুইডেনের সহযোগিতায় বেসরকারি সংস্থা লিডার্স আয়োজিত প্রশিক্ষণের উদ্বোধন করেন লিডার্স-এর নির্বাহী পরিচালক মোহন কুমার মন্ডল।
প্রশিক্ষণে শ্যামনগরের গাবুরার ইউনিয়ন ক্লাইমেট অ্যাকশান গ্রুপের সদস্যরা অংশ নিচ্ছেন। এতে প্রশিক্ষণ প্রদান করছেন প্রকল্প সমন্বয়কারী মো. আরিফুর রহমান ও প্রকল্প কর্মকর্তা সুলতা রানী সাহা।
প্রশিক্ষণে সেবাদাতা ও সেবাগ্রহীতাদের মধ্যে সেতুবন্ধন তৈরি ও উন্নয়নের কার্যকারিতা এবং জনগণের ক্ষমতায়ন নিশ্চিত করতে গণশুনানির উপর গুরুত্বারোপ করা হয়।