ডেস্ক রিপোর্ট: তীব্র তাপপ্রবাহে পুড়ছে দেশ। বৈশাখের খরতাপে হাঁসফাঁস করছে প্রাণীকূল। এমন পরিস্থিতিতে একটু স্বস্তি দিতে জীবিকা নির্বাহে ব্যস্ত শ্রমজীবী মানুষের মাঝে খাওয়ার পানি বিতরণ করেছে শেখ বশির আহমেদ-বিজলী আহম্মদ ফাউন্ডেশন।
মঙ্গলবার (৩০ এপ্রিল) দুপুরে শহরের পাকাপোল ব্রিজ এলাকায় অবস্থান নিয়ে আড়াই সহস্রাধিক মানুষের মাঝে পানি বিতরণ করেন সংশ্লিষ্টরা।
এসময় শেখ বশির আহমেদ-বিজলী আহম্মদ ফাউন্ডেশনের পক্ষ থেকে বলা হয়, প্রচণ্ড তাপদাহে মানুষ যাতে একটু স্বস্তি পায় সেজন্য খাবার স্যালাইন ও পানি বিতরণ করা হচ্ছে। যতদিন তাপদাহ থাকবে ততদিন পানি বিতরণ কার্যক্রম চলমান থাকবে।