ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরায় ২০২৩-২৪ অর্থবছরে তেলজাতীয় ফসল উৎপাদনে শ্রেষ্ঠ নির্বাচিত পাঁচজন কৃষককে পুরস্কার প্রদান করা হয়েছে।
সোমবার (১৩ মে) সাতক্ষীরা খামারবাড়ির প্রশিক্ষণ কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তাদের এই পুরস্কার প্রদান করা হয়।
শ্রেষ্ঠ নির্বাচিত পাঁচ কৃষক হলেন, কলারোয়ার কেড়াগাছির রফিকুল ইসলাম, লাঙ্গলঝাড়ার আলী হোসেন, তালার তেতুলিয়ার আতিয়ার মাহমুদ, খেশরার শেফালী বিবি ও দেবহাটার কুলিয়ার আব্দুস সামাদ।
অনুষ্ঠানে সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নির্বাচিত কৃষকদের হাতে পুরস্কার তুলে দেন।
এসময় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ সাইফুল ইসলামের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন, সাতক্ষীরা বীজ উৎপাদন কেন্দ্রর
উপপরিচালক মনোয়ার হোসেন বকুল, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক ইকবল আহমেদ, সদর উপজেলা কৃষি অফিসার মনির হোসেন প্রমুখ।