ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরায় অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় দুটি দেশীয় ওয়ান শ্যুটার গান, দুটি নাইন এম এম পিস্তল, ২৯টি কার্তুজ ও তিনটি ম্যাগাজিন উদ্ধার করেছে র্যাব-৬।
সোমবার (১৩ মে) ভোররাতে সাতক্ষীরা সদর উপজেলার আলীপুর ইউনিয়নের মাহমুদপুর গ্রামের একটি বাগান থেকে শপিং ব্যাগে মোড়ানো অবস্থায় এসব অস্ত্র, গুলি ও ম্যাগজিন উদ্ধার করা হয়।
র্যাব-৬ এর সাতক্ষীরা কোম্পানি প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৫ সদর কোম্পানির সিনিয়র এএসপি তৌফিক আহমেদ এবং র্যাব-৬ এর সাতক্ষীরা কোম্পানির এএসপি মোঃ ফয়সাল তানভীরের নেতৃত্বে টহল টিম আলীপুর ইউনিয়নের মাহমুদপুর গ্রামের একটি বাগানে অভিযান চালিয়ে শপিং ব্যাগে মোড়ানো অবস্থায় দুটি দেশীয় ওয়ান শ্যুটার গান, দুটি নাইন এম এম পিস্তল, ২৯টি কার্তুজ ও তিনটি ম্যাগাজিন উদ্ধার করে।
পরবর্তীতে উদ্ধারকৃত অস্ত্র, গুলি ও ম্যাগজিন সাতক্ষীরা সদর থানায় হস্তান্তর করা হয়েছে।