বৃহস্পতিবার , ২০ এপ্রিল ২০২৩ | ২৪শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ
  1. English
  2. অনুষ্ঠানসমূহ
  3. অর্থ বাণিজ্য
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. ক্যারিয়ার
  7. খুলনা
  8. খেলা
  9. চট্টগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. পরিবেশ
  14. ফটো গ্যালারি
  15. বরিশাল

সুন্দরবনের হরিণ শিকার রোধে করণীয় বিষয়ক আলোচনা

প্রতিবেদক
the editors
এপ্রিল ২০, ২০২৩ ১০:৪৫ অপরাহ্ণ

সুলতান শাহজান: সাতক্ষীরার শ্যামনগরে সুন্দরবনের হরিণ শিকার রোধে করণীয় ও প্রতিকার বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২০ এপ্রিল) সকাল ১১টায় সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের আওতাধীন কদমতলা ফরেস্ট স্টেশনের আয়োজনে উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়ন পরিষদ হল রুমে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় কদমতলা স্টেশন কর্মকর্তা ফজলুল হকের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন মুন্সিগঞ্জ ইউপি চেয়ারম্যান অসীম কুমার মৃধা।

মুন্সিগঞ্জ ইউনিয়ন পরিষদের সহায়তায় অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন র‌্যাব-৬ এর মুন্সিগঞ্জস্থ কর্মকর্তা মোঃ সেলিম মিয়া, কৈখালী কোস্টগার্ডের সিসি মোঃ মঈনুজ্জামান, হরিনগর নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ নূরুল ইসলাম, ইউপি সদস্য ও প্যানেল চেয়ারম্যান উৎপল কুমার জোয়ারদ্দার, ইউপি সদস্য আনোয়ারুল ইসলাম, জিয়াউর রহমান, বনশ্রী শিক্ষা নিকেতনের প্রধান শিক্ষক মোঃ আব্দুল করিম, বনবিভাগের কর্মকর্তা, ভিটিআরটি ও সিপিজি সদস্যবৃন্দ প্রমুখ।

সভায় হরিণ শিকার রোধে বনকর্মীদের নজরদারী বৃদ্ধি, সন্দেহভাজন শিকারীদের পাশ না দেওয়া, প্রয়োজনে শিকারী চক্র বা মধুতে ভেজালকারী ও নদীতে বিষ প্রয়োগ করে মাছ শিকারকারীদের নামের তালিকা জনসম্মুখে প্রকাশ করা, ভিটিআরটি, সিপিজি সদস্যসহ অন্যান্যদের টহল জোরদার করার সিদ্ধান্ত নেওয়া হয়।

Print Friendly, PDF & Email

সর্বশেষ - জাতীয়

error: Content is protected !!