শ্যামনগরে পরিবেশ দিবস উপলক্ষে সাইকেল র‌্যালি

এম জুবায়ের মাহমুদ : শ্যামনগরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে সাইকেল র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৫ জুন) সকালে পরিবেশবাদী সংগঠন ইয়ুথনেট ফর ক্লাইমেট জাস্টিসের ইকোম্যান প্রকল্পের আওতায় এই সাইকেল র‌্যালির আয়োজন করে। র‌্যালির উদ্বােধন করেন ইয়ুথনেটের সেন্টাল টিমের সদস্য এসএম শাহিন আলম।
র‌্যালিতে অংশ নেন ইয়ুথনেটের সাতক্ষীরা জেলা কো-অর্ডিনেটর ইমাম হোসেন, ইকোম্যান প্রকল্পের সমন্বয়ক হাফিজুর রহমান, স্বেচ্ছাসেবক সুমাইয়া কামাল, রুনা আক্তার, স্বেচ্ছাসেবক মুস্তাফিজুর রহমান, রিদয় হোসেন, বাবু প্রমুখ।

র‌্যালিটি শ্যামনগর উপজেলা পরিষদ চত্বর থেকে বের হয়ে উপজেলা সদরের বিভিন্ন অলিগলি প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে ফিরে আসে।

পরে দ্বীপ ইউনিয়ন গাবুরার অ আ ক খ স্কুলে সুন্দরী, বাইন, গরান, কদবেল, পাতি লেবু, পেয়ারাসহ নানান প্রজাতির বৃক্ষরোপণ করা হয়।

এসময় সেন্ট্রাল টিমের এস এম শাহিন আলম বলেন, উপকূলীয় জনপদের পরিবেশ সুরক্ষার জন্য বাজেটে উল্লেখযোগ্য বরাদ্দ দিতে হবে। জনপ্রতিনিধিদের পরিবেশ দরদী হতে হবে।

 

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!