উপকূলীয় প্রতিনিধি: ‘করবো ভূমি পুনরুদ্ধার, রুখবো মরুময়তা অর্জন করতে হবে মোদের খরা সহনশীলতা’ প্রতিপাদ্যকে সামনে রেখে শ্যামনগরের বুড়িগোয়ালিনীতে বিশ্ব পরিবেশ দিবস পালন করা হয়েছে।
এ উপলক্ষে বুধবার (৫ জুন) বেসরকারি উন্নয়ন সংস্থা সিসিডিবি, বারসিক ও লিডার্সের উদ্যোগে বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদ থেকে একটি র্যালি বের হয়।র্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় ইউনিয়ন পরিষদে ফিরে আসে। পরে সেখানে গাছের চারা বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান জি এম আব্দুর রউফ। সভাপতিত্ব করেন সিসিডিবির প্রজেক্ট ম্যানেজার এস এম মনোয়ার হোসেন।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বুড়িগোয়ালিনী ইউনিয়নের ৫নং ওয়ার্ডের মেম্বার মোকিন্দ পাইক।
প্রধান অতিথির বক্তব্যে প্যানেল চেয়ারম্যান জি এম আব্দুর রউফ বলেন, তাপমাত্রা দিন দিন বাড়ছে। ফলে সমুদ্র পৃষ্ঠের উচ্চতাও বাড়ছে। অহেতুক গাছ কাটা বন্ধ করতে হবে এবং বেশি করে গাছ লাগাতে হবে। পরিবেশ বাঁচাতে এর কোনো বিকল্প নেই।