দেবহাটা প্রতিনিধি: ‘স্মার্ট ভূমিসেবা, স্মার্ট নাগরিক’ প্রতিপাদ্যকে সামনে রেখে দেবহাটায় ভূমিসেবা সপ্তাহ শুরু হয়েছে।
শনিবার (৮ জুন) বেলা ১১টায় এ উপলক্ষে একটি র্যালি বের করে উপজেলা প্রশাসন। র্যালিটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা ভূমি অফিস চত্বরের উদ্বোধনী মঞ্চে গিয়ে মিলিত হয়।
সেখানে প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে ভূমিসেবা সপ্তাহ উদ্বোধন করেন দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার মো. আসাদুজ্জামান।
এসময় উপজেলা ভূমি অফিসের প্রধান সহকারী মোয়াজ্জেম হোসেন, নাজির কাম ক্যাশিয়ার তপন কুমার সরদার, অফিস সহকারী প্রদীপ কুমার ঢালী, পারুলিয়া ইউনিয়ন ভূমি সহকারি কর্মকর্তা খান নাজমুল হোসাইন চৌধুরী, সদর ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা প্রশান্ত কুমার সরকার, কুলিয়া ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা কান্তিলাল সরকার, ভারপ্রাপ্ত নওয়াপাড়া ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা প্রতুল কুমার জোদ্দার প্রমুখ উপস্থিত ছিলেন।