রবিবার , ২৮ জুলাই ২০২৪ | ৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. English
  2. অনুষ্ঠানসমূহ
  3. অর্থ বাণিজ্য
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. ক্যারিয়ার
  7. খুলনা
  8. খেলা
  9. চট্টগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. পরিবেশ
  14. ফটো গ্যালারি
  15. বরিশাল

চুলের ভলিউম বেশি দেখানোর কৌশল

প্রতিবেদক
the editors
জুলাই ২৮, ২০২৪ ৬:২৪ অপরাহ্ণ

লাইফস্টাইল ডেস্ক | দিন দিন চুল পড়ে যাচ্ছে, মাথায় হাত দিলেই মন খারাপ হয়ে যাচ্ছে? মন খারাপ না করে চুলের ভলিউম বেশি দেখানোর কৌশলগুলো শিখে নিন। যেগুলো করলে চুলের ভলিউম দেখাবে অনেক বেশি।

কীভাবে? জেনে নিন সেই কৌশল-
রোলার ব্যবহার করুন

কিছুটা বাউন্স পেতে চুল শুকানোর পরে ভেলক্রো রোলার ব্যবহার করতে পারেন। সামনের দিকের চুল রোল করুন এবং ক্লিপ দিয়ে সেট করুন। সামনের দিকে ১০-১৫ মিনিটের জন্য এটি রাখতে পারেন।

ব্যাক-কম্বিং

ভলিউম পাওয়ার আরেকটি পন্থা হচ্ছে পেছন দিক থেকে চিরুনি দিয়ে চুল আঁচড়ানো।

সঠিক উপায়ে কন্ডিশনার ব্যবহার করুন

আপনি যদি চুলে কন্ডিশন লাগাতে চান, তবে এটি কেবল চুলের শেষ প্রান্তে লাগান, পুরো চুলে নয়। জট এড়াতে চুলের সিরামও ব্যবহার করতে পারেন।

ব্লো ড্রায়ার ব্যবহার করুন

ধুয়ে নেওয়ার পরে চুল শুকাতে ব্লো ড্রায়ার ব্যবহার করুন। উল্টো হয়ে নিচের চুলগুলো আগে শুকিয়ে নিন। এবার চুল সেট করুন পার্থক্য বুঝতে পারছেন তো?

ড্রাই শ্যাম্পু ব্যবহার

চুল নির্জীব দেখাচ্ছে, ড্রাই শ্যাম্পু ব্যবহার করুন। এটি আপনার চুলের পরিমাণ বাড়িয়ে দেবে এবং এক নিমেষে অতিরিক্ত তেল দূর করবে।

হেয়ারস্টাইল পরিবর্তন

তিন থেকে চার মাস পরই চুলের কাট নিন। এক্সপার্টের সঙ্গে কথা বলে চুলের ধরন অনুযায়ী বেছে নিন লেয়ার বা ভলিউম লেয়ার কাট। আর পাতলা চুল লম্বা না করে একটু ছোট করেই রাখুন, দেখতে ঘন লাগবে।

Print Friendly, PDF & Email

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
error: Content is protected !!