বুধবার , ৩১ জুলাই ২০২৪ | ২রা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
  1. English
  2. অনুষ্ঠানসমূহ
  3. অর্থ বাণিজ্য
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. ক্যারিয়ার
  7. খুলনা
  8. খেলা
  9. চট্টগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. পরিবেশ
  14. ফটো গ্যালারি
  15. বরিশাল

সাতক্ষীরায় জাল সনদ তৈ‌রি ক‌রে বা‌ণি‌জ্যের অ‌ভি‌যো‌গে গ্রাম ডাক্তার‌ গ্রেপ্তার

প্রতিবেদক
the editors
জুলাই ৩১, ২০২৪ ৯:৪৭ পূর্বাহ্ণ

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরায় গ্র‌াম্য চি‌কিৎস‌কদের প্র‌শিক্ষ‌ণের জাল সনদ তৈ‌রি ক‌রে বা‌ণি‌জ্যের অ‌ভি‌যো‌গে এস.এম কবির (৪৫) নামে এক গ্রাম ডাক্তার‌কে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (৩০ জুলাই) বিকেলে সাতক্ষীরা শহরের মিনি মার্কেটের হাসান প্রিন্টিং প্রেসে অভিযান চা‌লি‌য়ে তা‌কে গ্রেপ্তার করা হয়।

‌গ্রেপ্তার এস.এম ক‌বির সদর উপ‌জেলার দক্ষিণ ফিংড়ী এলাকার মৃত সলেমানের ছেলে।

তি‌নি আরএমপি ওয়েলফেয়ার সোসাইটির টেনিংয়ের সনদ তৈ‌রি ক‌রে বি‌ক্রি কর‌তেন বলে জানা গে‌ছে।

আরএমপি ওয়েলফেয়ার সোসাইটি সূত্রে জানা গেছে, আরএমপি ওয়েলফেয়ার সোসাইটি গাজীপুরে অবস্থিত ও সরকার অনু‌মো‌দিত এক‌টি প্র‌তিষ্ঠান। যা বাংলাদেশের বিভিন্ন জেলার গ্রাম ডাক্তারদের প্রশিক্ষণ দি‌য়ে থা‌কে। গ্রাম ডাক্তার এস.এম কবিরও প্র‌তিষ্ঠান থে‌কে প্রশিক্ষণ নেয়। প্র‌শিক্ষণ শেষে তি‌নি সাতক্ষীরা শহ‌রের সুলতানপুর বড়বাজারস্থ খাদ্য গুদামের পাশে সেবা মেডিকেল ট্রেনিং সেন্টার নামে এক‌টি প্রতিষ্ঠান চালু করে ও জাল সনদ তৈ‌রি ক‌রে মানু‌ষের সা‌থে প্রতারণার মাধ্য‌মে অর্থ উপার্জন করে আস‌ছি‌লেন।

এ প্রস‌ঙ্গে আরএমপি ওয়েলফেয়ার সোসাইটির কেন্দ্রীয় মহাসচিব মো. আমিনুল ইসলাম বলেন, গোপ‌নে খবর পে‌য়ে সাতক্ষীরাতে এসে দেখি হুমায়ুন কবির আমাদের প্র‌তিষ্ঠা‌নের না‌মে প্রেস থে‌কে জাল সনদ তৈ‌রি ক‌রে ব্যবসা ক‌রে আস‌ছে। এ বিষ‌য়ে থানায় এজাহার দায়ের করে তার বিরু‌দ্ধে আইনানুগ ব্যবস্থা নি‌লে পু‌লিশ তা‌কে গ্রেপ্তার ক‌রে।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

Print Friendly, PDF & Email

সর্বশেষ - জাতীয়

error: Content is protected !!