শনিবার , ২৯ এপ্রিল ২০২৩ | ৪ঠা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
  1. English
  2. অনুষ্ঠানসমূহ
  3. অর্থ বাণিজ্য
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. ক্যারিয়ার
  7. খুলনা
  8. খেলা
  9. চট্টগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. পরিবেশ
  14. ফটো গ্যালারি
  15. বরিশাল

রাতের মধ্যে ৫৮ জেলায় কালবৈশাখীর আভাস দিলেন মোস্তফা কামাল পলাশ

প্রতিবেদক
the editors
এপ্রিল ২৯, ২০২৩ ৭:১৯ অপরাহ্ণ

ডেস্ক রিপোর্ট: শনিবার মধ্য রাতের মধ্যে দেশের ৫৮টি জেলার ওপর দিয়ে কালবৈশাখী ঝড়, বজ্রপাত ও শিলাবৃষ্টি অতিক্রম করার প্রবল সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ুবিষয়ক পিএইচডি গবেষক মোস্তফা কামাল পলাশ।

যে ৬টি জেলার ওপর দিয়ে কালবৈশাখী ঝড় অতিক্রম করার সম্ভাবনা কম সেগুলোর নামও ফেসবুক পোস্টে জানান তিনি। জেলাগুলো হলো- কক্সবাজার, বান্দরবন, পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর ও নীলফামারী।

তিনি লেখেন, রাজশাহী, ঢাকা, খুলনা, ময়মনসিংহ বিভাগের বিভিন্ন জেলার ওপর দিয়ে দুপর ২টার পর থেকে কালবৈশাখী ঝড়, তীব্র বজ্রপাত ও শিলাবৃষ্টি অতিক্রম করছে।

ময়মনসিংহ বিভাগের জেলাগুলোর ওপর দিয়ে বিকেল ৫টা থেকে রাত ৮টার মধ্যে কালবৈশাখী ঝড়, তীব্র বজ্রপাত ও শিলাবৃষ্টি অতিক্রম করার প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে।

সিলেট ও চট্টগ্রাম বিভাগের জেলাগুলোর ওপর দিয়ে সন্ধ্যার পর থেকে মধ্যরাত পর্যন্ত কালবৈশাখী ঝড়, তীব্র বজ্রপাত ও শিলাবৃষ্টি অতিক্রম করার প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে।

Print Friendly, PDF & Email

সর্বশেষ - জাতীয়

error: Content is protected !!