বুধবার , ১৪ আগস্ট ২০২৪ | ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. English
  2. অনুষ্ঠানসমূহ
  3. অর্থ বাণিজ্য
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. ক্যারিয়ার
  7. খুলনা
  8. খেলা
  9. চট্টগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. পরিবেশ
  14. ফটো গ্যালারি
  15. বরিশাল

সাতক্ষীরা সদরে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময়

প্রতিবেদক
the editors
আগস্ট ১৪, ২০২৪ ৯:২৫ অপরাহ্ণ

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরা সদর উপজেলা পরিষদে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভায় মেজর ইসতিয়াক ইবনে হাসান বলেছেন, সাতক্ষীরার সকল থানার কার্যক্রম শুরু হয়েছে। এলাকায় এখনো যে অরাজকতা হচ্ছে, যারা ঘটাচ্ছেন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

বুধবার বিকালে সদর উপজেলা প্রশাসন আয়োজিত আইনশৃঙ্খলা বিষয়ক প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।

সভায় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শোয়াইব আহমাদের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মশিউর রহমান বাবু, সাতক্ষীরা পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতি, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যাপক ওমর ফারুক, আলীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রউফ, জেলা বিএনপি যুগ্ম আহবায়ক শেখ তারিকুল হাসান, জেলা জাতীয় পার্টির সভাপতি আজহার হোসেন, শহর জামায়াতের আমির জাহিদুল ইসলাম, জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বিশ্বনাথ ঘোষ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের মধ্যে মোঃ নাজমুল হোসেন রনি।

এসময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী ইমরান হোসেন, সোহায়েল মাহাদিন, মহিনী তাবাসসুম, ফয়সাল হোসেন, ইব্রাহিম খলিলুল্লাহ, সাদ্দাম হোসেন, আনিছুর রহমান, সাহাজদ্দীন রিফাত হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. ইয়ারুল হক।

Print Friendly, PDF & Email

সর্বশেষ - জাতীয়

error: Content is protected !!