মঙ্গলবার , ২৭ আগস্ট ২০২৪ | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. English
  2. অনুষ্ঠানসমূহ
  3. অর্থ বাণিজ্য
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. ক্যারিয়ার
  7. খুলনা
  8. খেলা
  9. চট্টগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. পরিবেশ
  14. ফটো গ্যালারি
  15. বরিশাল

মানুষের পাশে না দাঁড়িয়ে নির্বাচনের জিকির তুলছে তারা : জামায়াত আমির

প্রতিবেদক
the editors
আগস্ট ২৭, ২০২৪ ১১:৫৯ পূর্বাহ্ণ

ডেস্ক রিপোর্ট: আওয়ামী লীগের সাজানো অনেক প্রতিষ্ঠান একটি দল দখলে নিয়েছে, এমন সংবাদ ছড়িয়ে পড়েছিল সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন স্তরে। এবার বিষয়টি নিয়ে কথা বলেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

সোমবার (২৬ আগস্ট) বাংলাদেশ জামায়াতে ইসলামীর মেডিকেল থানা শাখার উদ্যোগে আয়োজিত কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য জামায়াতের আমির বিষয়টি নিয়ে কথা বলেন।

জামায়াত আমির বলেন, “যারা রাজনীতি করেন মানুষের মনের ভাষা তাদের পড়তে হবে। মনের সাহিত্য পড়তে হবে। যদি আমরা না পারি, আমরাও ব্যর্থ। আল্লাহর শুকরিয়া, ওই ধরনের বাড়াবাড়ির মধ্যে আমরা যাইনি।”

ডা. শফিকুর রহমান বলেন, একদিকে শহীদ পরিবারগুলো আহাজারি করছে। আহত ব্যক্তিরা হাসপাতালের বেডে কাতরাচ্ছেন। ইতিমধ্যে বন্যার ভয়াবহতা শুরু হয়েছে। যারা জনগণের জন্য রাজনীতি করে, তাদের উচিত এ বিপন্ন মানুষের পাশে দাঁড়ানো। এ সময়টা ওখানে না দাঁড়িয়ে নির্বাচন নির্বাচন জিকির করলে জাতি এটাকে কবুল করবে?

তাদের তো নির্বাচন লাগেও না। ইতিমধ্যে যা দখল করেছিল ফুটপাত থেকে শুরু করে সব দখলে নিয়েছে, যা আওয়ামী লীগ ১৫ বছরে সাজিয়েছিল সব তারা দখলে নিয়ে নিয়েছে।

Print Friendly, PDF & Email

সর্বশেষ - জাতীয়

error: Content is protected !!