ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরায় ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মাস পূর্তিতে শহীদী মার্চ কর্মসূচি পালন করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন।
বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) বিকালে সাতক্ষীরা শহরের খুলনা রোড মোড়ে এই কর্মসূচির আয়োজন করা হয়।
এসময় শিক্ষার্থী হত্যায় জড়িত পুলিশ সদস্যদের দ্রুত বিচারের আওতায় এনে শাস্তির দাবি জানানো হয়।
একই সাথে নির্বাচনের জন্য তড়িঘড়ি না করে আগে রাষ্ট্র সংস্কারের দাবি জানান তারা।
কর্মসূচিতে অংশ নেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সাতক্ষীরার অন্যতম সমন্বয়ক নাজমুল হোসেন রনি, নাহিদ হাসান, মোহিনী তাবাসসুম, ইব্রাহিম খলিলুল্লাহ, সুহাইল মাহদিন সাদি, নুহা আনসারীসহ জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সাধারণ শিক্ষার্থীরা।