শুক্রবার , ১৩ সেপ্টেম্বর ২০২৪ | ৪ঠা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
  1. English
  2. অনুষ্ঠানসমূহ
  3. অর্থ বাণিজ্য
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. ক্যারিয়ার
  7. খুলনা
  8. খেলা
  9. চট্টগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. পরিবেশ
  14. ফটো গ্যালারি
  15. বরিশাল

বজ্রপাতের ঝুঁকি রোধে সড়কের দু’পাশে তাল বীজরোপণ

প্রতিবেদক
the editors
সেপ্টেম্বর ১৩, ২০২৪ ৬:৩৭ অপরাহ্ণ

কয়রা (খুলনা) প্রতিনিধি: খুলনার কয়রায় বজ্রপাতের ঝুঁকি রোধে সড়কের দু’পাশে তাল বীজরোপণ করা হয়েছে।

শুক্রবার ১৩ (সেপ্টেম্বর) ব্রহ্মগাতী ব্লাড লাইনের সহযোগিতায় উপকূলের স্বেচ্ছাসেবী সংগঠন ইনিশিয়েটিভ ফর কোস্টাল ডেভেলপমেন্ট (আইসিডি) এর সদস্যরা ৬নং কয়রা গ্রামের ৫ কিলোমিটার সড়কের দুইপাশে ৪ শতাধিক তালবীজ রোপণ করে।

তালবীজ রোপণের এই কর্মসূচি দেখে স্থানীয় বাসিন্দা তাসলিমা বেগম উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, সড়কের দুই পাশে কোনো গাছ না থাকায় সড়ক ও বাঁধ ভেঙে যাওয়ার আশংকা ছিলো। এই তালবীজ রোপণ করার ফলে তালগাছ বড় হলে সড়কটি টিকে যাবে, বজ্রপাত পাতের ক্ষয়ক্ষতির আশংকা থেকে অনেকটা মুক্ত থাকব।

আইসিডির সদস্য নিরাপদ মুন্ডা বলেন, এই সড়কটির দু’ধারে কোনো গাছগাছালি না থাকায় সড়ক রক্ষা বাঁধ ভেঙে যাওয়ার আশংকা ছিলো। আমরা আশা করি এই তালবীজ রোপনের ফলে সড়কের দু’ধারে সৌন্দর্যবর্ধনের পাশাপাশি সড়কটি টেকসই হবে।

৬নং কয়রা গ্রামের বাসিন্দা আমিরুল ইসলাম বলেন, আমাদের গ্রামের ফসলের মাঠ থেকে ঘরবাড়ি অনেক দূরে হওয়ায় কৃষকরা মাঠে কাজ করার সময় বজ্রপাতে অনেকেই মারা যান। সেইসঙ্গে প্রতি বছর অনেক গবাদি পশু মারা যায়। তাল গাছ এসব দুর্ঘটনা থেকে রক্ষা করতে পারে বলে এমন উদ্যোগ নিয়েছি।

Print Friendly, PDF & Email

সর্বশেষ - জাতীয়

error: Content is protected !!