মোহাঃ ফরহাদ হোসেন, কয়রা (খুলনা): খুলনার কয়রায় ন্যাশনাল চিলড্রেন টাক্সফোর্স (এনসিটিএফ) এর বার্ষিক সাধারণ সভা বৃহস্পতিবার সকাল ১০টায় পরিত্রাণ’র কয়রা অফিসে অনুষ্ঠিত হয়।
পরিত্রাণ’র ওয়াই মুভস প্রকল্পের সহযোগিতায় অনুষ্ঠিত সভায় এনসিটিএফ কয়রার সভাপতি শিউলী মুন্ডার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কয়রা উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা. মুস্তাইন বিল্যাহ।
বিশেষ অতিথি ছিলেন কয়রা উপজেলা শিশু সুরক্ষা কোয়ালিশনের সভাপতি অধ্যাপক আ. ব. ম আবদুল মালেক, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ রিয়াছাদ আলী, প্রথম আলোর কয়রা প্রতিনিধি ইমতিয়াজ উদ্দিন, কপোতাক্ষ কলেজের প্রভাষক বিদেশ রঞ্জন মৃধা ও জাতীয় আদিবাসী পরিষদ খুলনা জেলা সাধারণ সম্পাদক নিরাপদ মুন্ডা।
পরিত্রানের প্রজেক্ট কর্মকর্তা আলাউদ্দিনের পরিচালনায় অনুষ্ঠানে মূল বিষয় উপস্থাপন করেন পরিত্রাণ’র প্রকল্প সমন্বয়কারী মোঃ রবিউল ইসলাম।
এতে আরও বক্তব্য রাখেন এনসিটিএফের সদস্য অর্প মুন্ডা, নমিতা মুন্ডা, মিলন মুন্ডা, সুমা মুন্ডা, বিশ্বজিত মুন্ডা প্রমুখ।
সভায় ২০২৩-২০২৪ অর্থ বছরের জন্য কর্ম পরিকল্পনা তৈরি করা হয়।