কয়রা (খুলনা) প্রতিনিধি: খুলনার কয়রায় পরিত্রাণ ও ওয়াইএফসির উদ্যোগে এবং প্লান ইন্টারন্যাশনাল ও সিডার সহযোগিতায় জেন্ডার বেজ ভায়োলেন্স (জিবিভি) প্রতিরোধে ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৮ সেপ্টেম্বর) বেলা ১১টায় উপজেলার বড়বাড়ি মাধ্যমিক বিদ্যালয়ের চত্বরে বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সাবেক ইউপি চেয়ারম্যান সরদার মতিয়ার রহমানের সভাপতিত্বে ক্যাম্পেইনে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার রুলী বিশ্বাস।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আবুল কালাম আজাদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মোঃ মামুনার রশিদ ও যুব উন্নয়ন অফিসার মোঃ রেজাউল করিম।
পরিত্রাণের প্রোগ্রাম অফিসার উজ্জ্বল দাসের পরিচালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন পরিত্রাণের নির্বাহী পরিচালক মিলন দাস। আরও বক্তব্য রাখেন ওয়াইএফসির সভাপতি আয়েশা আক্তার কেয়া, বড়বাড়ি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাঃ হুমায়ুন কবির, উপজেলা শিশু সুরক্ষা কোয়ালিশানের সভাপতি কপোতাক্ষ কলেজের সাবেক অধ্যাপক আ ব ম আঃ মালেক, সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক বিদেশ রঞ্জন মৃধা, অ্যাড. আনিছুর রহমান, কলি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল আমিন নাহিন, জেলা আদিবাসী পরিষদের সাধারণ সম্পাদক নিরাপদ মুন্ডা, পরিত্রাণের প্রজেক্ট অফিসার মোঃ আলাউদ্দিন, উপজেলা শিশু অধিকার কোয়ালিশনের সভাপতি শিউলি মুন্ডা, অর্প মুন্ডা প্রমুখ।